রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ সরকার বলেননি

সম্প্রতি, প্রধানমন্ত্রীকে অবৈধ সরকার বললো রাষ্ট্রপতি পুলিশকে পেটাচ্ছে বিএনপি জামাত শীর্ষক শিরোনাম এবং থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

অবৈধ সরকার

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ সরকার বলেননি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায় ভিডিওটির শুরুতেই বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর লোগোসহ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন’র এর একটি বক্তব্য প্রচার করা হয়েছে।

Screenshot: Rumor Scanner

পরবর্তীতে চ্যানেল ২৪ এবং রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর ফেসবুক পেজে গত ১৮ ডিসেম্বর “বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা আমাদের গর্ব: রাষ্ট্রপতি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিও প্রতিবেদনের একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Screenshot: Rumor Scanner

ভিডিও থেকে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে তিনি বলেন, “স্বৈরশাসকরা তাদের পতনের আগে সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী পাস করার জন্য সংসদকে অবৈধভাবে ব্যবহার করে তাদের সব অপকর্মকে বৈধতা দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট তা অনুমোদন করেনি। সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে সাধারণ মানুষের শেষ আশ্রয়। যেখানে তারা ন্যায় বিচার ও অধিকার রক্ষার জন্য মুখবর্তী হন। দেশের সকল শ্রেণী-পেশার মানুষের ভরসা ও জাতির গৌরবের প্রতীক হলো সুপ্রিমকোর্ট। সংবিধানের সাথে সাংঘর্ষিক যেকোনো আইনকে খর্ব করতে সুপ্রিম কোর্ট সবসময়ই বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের সংবিধান সম্পর্কিত যেকোনো বিষয়ে অভিভাবক হিসেবে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে ঐতিহাসিকভাবে আইনের শাসন নিশ্চিত করেছে।”

আরেক বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউবে গত ১৮ ডিসেম্বর “সব অন্যায় এমনকি অবৈধ রাষ্ট্রপতির বিরুদ্ধেও অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট’ Mohammed Shahabuddin” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

তবে রাষ্ট্রপতির উক্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ সরকার বলে সম্বোধন করার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ সরকার বলেছেন, এমন কোনো তথ্য দেশিয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ভিডিওর শিরোনামে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে পেটাচ্ছে বলে দাবি করা হলেও ভিডিওর ভেতরে এমন কোনো দৃশ্য দেখানো হয়নি।

মূলত, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি তার বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভিন্ন অবদানের দিক তুলে ধরেন। যা বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪সহ দেশিয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়। তবে উক্ত ঘটনায় চ্যানেল ২৪ এ প্রকাশিত  রাষ্ট্রপতির বক্তব্যের একটি খণ্ডিত অংশ ব্যবহার করে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ সরকার বলেছেন দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে জানা যায়, উক্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এমন কোনো মন্তব্য করেননি। এছাড়া, রাষ্ট্রপতি বক্তব্যের যে অংশটুকু আলোচিত দাবিতে প্রচারি করা হচ্ছে সে অংশেও রাষ্ট্রপতির এমন কোনো মন্তব্য নেই।

সুতরাং, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ সরকার বলেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img