ডাকসুতে সম্পাদকীয় পদে বিজয়ী ফাতিমা তাসনিম জুমার নামে বিকৃত ছবি প্রচার

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে নির্বাচিত হন ফাতিমা তাসনিম জুমা। এদিকে অন্তত গত ৮ সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাতিমা তাসনিম জুমার ব্যক্তিগত ছবি দাবিতে দুইটি ছবি প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো ডাকসুতে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে জয়ী হওয়া ফাতিমা তাসনিম জুমার নয়। বরং, ইন্টারনেট থেকে ভিন্ন দুই নারীর ছবি সংগ্রহ করে সেগুলোতে প্রযুক্তির সাহায্যে জুমার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটির (জুমার একক ছবি দাবিতে প্রচারিত ছবি) বিষয়ে অনুসন্ধানে ‘startupxplore’ নামের একটি ওয়েবসাইটে ‘Miss Puja’ নামের একটি অ্যাকাউন্ট পাওয়া যায়। অ্যাকাউন্টটির প্রোফাইল ছবি হিসেবে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটির তুলনা করলে মুখমণ্ডল ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়। অ্যাকাউন্টটির বায়োতে দাবি করা হয়, তার নাম পূজা ও তিনি ভারতের দিল্লীর অধিবাসী।

Comparison : Rumor Scanner

অনুসন্ধানে একই নারীর ছবি অনলাইন প্ল্যাটফর্ম ‘পিন্টারেস্ট’ এ গত ২৭ মার্চে ‘অঞ্জলি অরোরা’ নামে পোস্ট হতে দেখা যায়। অপরদিকে তাসনিম জুমার ছবি দাবিতে ছবিগুলো মূলত গত ৮ সেপ্টেম্বর থেকে প্রচার করা হয়েছে।

তবে মূল ছবিতে থাকা নারীর পরিচয়ের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও এ নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটি মূলত প্রযুক্তির সাহায্যে উক্ত ছবিতে থাকা নারীর মুখমণ্ডল প্রতিস্থাপন করে তৈরি করা হয়েছে।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটির (এক পুরুষের সাথে জুমার ছবি দাবিতে প্রচারিত ছবি) বিষয়ে অনুসন্ধানে গত ১৭ আগস্টে ‘চিলেকোঠা – Chilekotha’ নামের একটি ফেসবুক পেজে প্রচারিত একটি ছবি পাওয়া যায়। ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটির তুলনা করলে জুমার মুখমণ্ডল ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়। উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে ছেলের পুরো মুখমণ্ডল দেখা না গেলেও ‘চিলেকোঠা’ নামক পেজে প্রচারিত ছবিটিতে ছেলের পুরো মুখসহ ছবিটির সম্প্রসারিত সংস্করণ দেখা যায়।

Comparison : Rumor Scanner

এছাড়াও, ছবিটি ‘Viral TV’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকেও গত ২৫ আগস্টে প্রচার হতে দেখা যায়। 

অপরদিকে তাসনিম জুমার ছবি দাবিতে ছবিগুলো মূলত গত ৮ সেপ্টেম্বর থেকে প্রচার করা হয়েছে।

দ্বিতীয় মূল ছবিতে থাকা নারীর পরিচয়ের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও এ নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটি মূলত প্রযুক্তির সাহায্যে উক্ত ছবিতে থাকা নারীর মুখমণ্ডল প্রতিস্থাপন করে জুমার মুখমণ্ডল বসিয়ে তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার টিম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে উক্ত ভিন্ন নারীদের ছবির ওপর তাসনিম জুমার মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে বিকৃত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।

সুতরাং, ইন্টারনেট থেকে ভিন্ন দুই নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে ডাকসুতে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে জয়ী হওয়া ফাতিমা তাসনিম জুমার মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img