ডাকসু নির্বাচনে সাংবাদিক ও বহিরাগতদের ওপর পুলিশের হামলা দাবিতে ২০২৪ সালের জুলাই আন্দোলনের ভিডিও প্রচার

গত ০৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, ডাকসু নির্বাচনে সাংবাদিক ও বহিরাগতদের ওপর পুলিশের হামলার দৃশ্য এটি।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে

একই দাবির ইনস্টাগ্রাম ভিডিও দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ডাকসু নির্বাচনের নয় এবং ডাকসু নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেনি বরং, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সময়ে জাবির ভিন্ন ঘটনার ভিডিও এটি।    

এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ২০২৪ সালের ১৮ জুলাই জাতীয় দৈনিক প্রথম আলোর চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, “১৭ জুলাই দিনভর পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সেসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের মারধরে মারাত্মক আহত হয়েছেন প্রথম আলোর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।” 

একইদিনে জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, মামুনকে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ডাকসুর নয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ের।  

সুতরাং, ডাকসু নির্বাচনে সাংবাদিক ও বহিরাগতদের ওপর পুলিশের হামলা দাবিতে ২০২৪ সালের জুলাই আন্দোলনের ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img