সম্প্রতি “ছবির ব্যক্তিটি CIA কর্মকর্তা এবং ১০ বছর ধরে ইরাকে নকল মুসলিম সেজে ISIS কে পরিচালনা করার পর আমেরিকায় ফিরে দাড়ি কেটে এই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, দেখো বিশ্বের মানুষ আমি ১০ বছর মুসলমানকে ধোকা দিয়ে ইরাককে ধ্বংস করেছি” শীর্ষক একটি তথ্য ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবির ব্যক্তিটি সিআইএ’র কর্মকর্তা নন বরং তিনি যুক্তরাষ্ট্রের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
মূলত ১১ সেপ্টেম্বর ২০০১ সালে আল কায়েদা কর্তৃক নিউ ইয়োর্কে টুইন টাওয়ার হামলার পর গ্যারি ওয়েডলি নামক এই স্কুল শিক্ষক হামলাটির মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেন আটক বা খুন না হওয়া অবধি নিজের দাড়ি না কাটার প্রতিজ্ঞা করেন। পরবর্তীতে ২০১১ সালে ওসামা বিন লাদেন খুন হওয়ার খবর শুনে তিনি দীর্ঘ ১০ বছর পর তার দাড়ি মুণ্ডন করেন এবং তৎকালীন সময়েই তার এই প্রতিজ্ঞা রক্ষার বিষয়টি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
The Washington Post এর “Man shaves for first time since 9/11” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
Daily Mail এর “Bin Latherin’: Teacher who vowed not to shave until Al Qaeda leader was caught finally reaches for the razor” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন পড়ুন এখানে।
The Seattle Times এর “Teacher shaves for first time since Sept. 11, 2001” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন পড়ুন এখানে।
এছাড়াও Ny Daily News এবং CBS News এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
অর্থাৎ, গ্যারি ওয়েডলি নামক স্কুল শিক্ষকের দাড়ি মুণ্ডনের ছবিকে CIA কর্মকর্তা উল্লেখ করে ভুয়া দাবীতে সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: মুসলিম সেজে ১০ বছর ISIS কে পরিচালনা করেছেন এই CIA কর্মকর্তা
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]