সম্প্রতি, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের হাজার হাজার নিরীহ শিশু-মহিলা ও যুবকদেরকে নির্বিচারে হত্যার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনি নাগরিকদের হত্যার দাবিতে প্রচারিত ছবিটি চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের নয় বরং ছবিটি পুরোনো এবং ভিন্ন ঘটনার।
ছবিটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছবি শেয়ারিং ও স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান Getty Images এর ওয়েবসাইটে ২০১৩ সালের ২১ আগস্ট “Syria, ‘chemical weapon attacks” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়।
এই ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
সেখানে উল্লিখিত বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এই ছবিটির ফটোগ্রাফার এরবিন নিউজের নুর। ছবিতে থাকা নিহত শিশুগুলো ২০১৩ সালের ২১ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের ঘৌটা নামক শহরতলিতে সন্দেহজনক রাসায়নিক অস্ত্রের হামলার পর নার্ভ গ্যাসে মারা যায়।।
National Geographic এর ওয়েবসাইটে ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর “How Syria’s Chemical Weapons Could Be Disposed Of” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য সম্বলিত বিবরণীতে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, ব্রিটিশ গণমাধ্যম The Guardian এর ওয়েবসাইটে ২০১৩ সালের ২২ আগস্ট “Syria conflict: chemical weapons blamed as hundreds reported killed” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০১৩ সালের ২১ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের ঘৌটা নামক শহরতলিতে সন্দেহজনক রাসায়নিক অস্ত্রের হামলার পর নার্ভ গ্যাসে অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে। সে সময়ে ধারণকৃত একটি ছবিকেই সম্প্রতি ইসরায়েলের সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনে দেশটির নাগরিকদের নির্বিচারে হত্যার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা করলে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত নতুন মাত্রা পায়৷ এ পর্যন্ত ফিলিস্তিন-ইসরায়েলের সংঘাতের কারণে গাজায় ২৩২৯ জন মারা গেছেন এবং ৯০৪২ জন আহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার৷
সুতরাং, ২০১৩ সালে সিরিয়ায় রাসায়নিক হামলায় নিহত শিশুদের একটি ছবিকে ফিলিস্তিনে ইসরায়েলি সেনা কর্তৃক হত্যার দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Getty Images – Syria, ‘chemical weapon attacks
- National Geographic – How Syria’s Chemical Weapons Could Be Disposed Of
- The Guardian – Syria conflict: chemical weapons blamed as hundreds reported killed