সম্প্রতি, ‘এই বিশ্বকাপে যখন টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল, তখন একজন পাকিস্তানি ভক্ত তার টিভি ভেঙে ফেলেন’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতে চলমান ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩ এর ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ে পাকিস্তানি ভক্তের টিভি ভাঙার দাবিতে প্রচারিত ভিডিওটি পুরানো ও ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, ২০২২ সালে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপে সৌদি আরবের সাথে ২-১ গোলে জেতার পরও বাদ পড়ে মেক্সিকো ফুটবল দল। সে সময় একজন উত্তেজিত মেক্সিকান সমর্থকের টিভি ভেঙে ফেলার ভাইরাল ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে The Hindustan Mirror নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২ ডিসেম্বর ‘ Mexico fan wildly destroys TV with knife in emotional outburst after World Cup heartbreak’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর শুরু থেকে ১৫ সেকেন্ড পর্যন্ত আলোচিত ভিডিওটির সাথে হুবহু মিল রয়েছে।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে জয়ের পরেও বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে মেক্সিকোর যেতে না পারার কারণে মেক্সিকান এক ভক্ত তার টিভি ভেঙে ফেলছেন।
পরবর্তীতে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম Daily Mail এর ওয়েবসাইটে২০২২ সালের ১ ডিসেম্বর The crazy moment a Mexico fan STABS his TV with a knife and smashes the screen with a flurry of punches in a blind rage after watching his country crash out of the World Cup শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এই প্রতিবেদনটি থেকে জানা যায়, আগের দুই ম্যাচের একটিতে পোল্যান্ডের সাথে ০-০ তে ড্র এবং আর্জেন্টিনার সাথে ২-০ তে হারের পর জটিল সমীকরণ নিয়ে সৌদি আরবের বিপরীতে এক নাটকীয় ম্যাচে মাঠে নামে মেক্সিকো দল। হেনরি মার্টিন এবং লুইস শ্যাভেজের দুর্দান্ত দুই গোলের পর নক আউট পর্বে উঠতে আর মাত্র একটি গোলের দরকার ছিল মেক্সিকোর। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে সৌদি আরবের গোলে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয় দলটিকে। যার প্রেক্ষিতে এই ভক্ত তার টিভি ভেঙে ফেলেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক ট্যাবলয়েড পত্রিকা New York Post এর ওয়েবসাইটেও একইদিনে Unhinged fan stabs TV after Mexico is eliminated from 2022 World Cup শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
মূলত, গত ১৪ অক্টোবর চলমান ওয়ান ডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামে পাকিস্তান ক্রিকেট দল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই দ্বৈরথে ৩০ ওভারেই পাকিস্তানের দেওয়া ১৯২ রানের টার্গেট ভেদ করে ৭ উইকেটে জয় লাভ করে স্বাগতিক দল ভারত। এরই প্রেক্ষিতে পাকিস্তানি ভক্তের টিভি ভাঙার দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২২ ফিফা বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে জয় লাভ করার পরও মেক্সিকো রাউন্ড অফ সিক্সটিনে প্রবেশ করতে না পারায় দলটির উত্তেজিত এক ভক্ত তার টিভি সেটটি ভেঙে ফেলেন।
সুতরাং, ২০২২ সালে মেক্সিকান ভক্তের টিভি ভাঙার পুরোনো একটি ভিডিওকে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ে পাকিস্তানি ভক্তের টিভি ভাঙার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Hindustan Mirror Youtube Channel: Video
- Daily Mail Website: Angry Mexico supporter destroys his TV with a knife after their exit from the World Cup | Daily Mail Online
- New York Post Website: Mexico’s World Cup ouster prompts angry fan to stab TV (nypost.com)