জাতিসংঘে শেখ হাসিনার সাম্প্রতিক সময়ের ভাষণ দাবিতে পুরোনো ভাষণের ভিডিও প্রচার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ০৫ আগস্ট তারিখে ক্ষমতা হারায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে, ড. মুহম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বানিয়ে গত ০৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়৷ এদিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে যা শেষ হচ্ছে আজ (৩০ সেপ্টেম্বর)। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের একটি ভিডিও প্রচার করে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত হওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন মর্মে প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে জাতিসংঘে শেখ হাসিনা কোনো ভাষণ দেননি। বরং, জাতিসংঘের সাধারণ অধিবেশনে শেখ হাসিনার দেওয়া দুই বছর আগের একটি ভাষণকে জাতিসংঘে শেখ হাসিনার সাম্প্রতিক সময়ের ভাষণ দাবিতে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও পর্যবেক্ষণ করলে তাতে মূলধারার গণমাধ্যম সময় টিভির লোগো এবং “জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা” বাক্য দেখতে পাওয়া যায়।

এরই সূত্র ধরে অনুসন্ধান করলে মূলধারার গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে প্রায় দুই বছর পূর্বে ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর তারিখে “জাতিসংঘে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রতিবেদনটির মিল পাওয়া যায়।

তাছাড়া, একইদিন বাংলাদেশি গণমাধ্যম এখন টিভির ইউটিউব চ্যানেলেও জাতিসংঘে শেখ হাসিনার দেওয়া উক্ত ভাষণটি প্রচার করা হয়৷ ভিডিওটির শিরোনাম ও বর্ণনা থেকে জানা যায়, ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া জাতিসংঘের ৭৭ তম সাধারণ অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লিখিত ভাষণটি দিয়েছিলেন।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও সাম্প্রতিক সময়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে শেখ হাসিনার ভাষণ দেওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত হওয়া জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ সরকারপ্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ভাষণ দিতে দেখা যায়। 

সুতরাং, সম্প্রতি জাতিসংঘে বা জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img