ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গত ০৫ আগস্ট তারিখে ক্ষমতা হারায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার৷ এরপর ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের একটি ভিডিও প্রচার করে দাবি প্রচার করা হচ্ছে, ভিডিওটি ভারত থেকে সরাসরি সম্প্রচারের দৃশ্যের। প্রচারিত ভিডিওটিতে শেখ হাসিনাকে সাম্প্রতিক সময়ে সকল গ্রেডের সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে হওয়া আন্দোলন ও গত জুলাই মাসে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ও রাজাকার নিয়ে দেওয়া বক্তব্য নিয়ে কথা বলতে শোনা যায়৷ ভিডিওটিতে শেখ হাসিনাকে “বিকাল ৪টায় আমি প্রেস কনফারেন্স করি। কয়েকঘণ্টা চলে যায়। পরে রাতে ১১টা -সাড়ে ১১টার দিকে হঠাৎ করে দেখলাম, অনেক ছেলে-মেয়ে হল থেকে বের হয়ে এসেছে। তাদের স্লোগানটা কী, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার; তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদের রাজাকার হিসেবে পরিচয় দিলো। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে রাজাকার হিসেবে পরিচিত করলো সবার কাছে।” সহ আরো নানা কথা বলতে শোনা যায়। উক্ত ভিডিওটিতে মাঝেমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেখতে পাওয়া যায়।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উল্লিখিত পোস্টে সংযুক্ত ভিডিওগুলো সম্মিলিতভাবে ১১ লক্ষ বারেরও অধিক বার চালু করা হয়েছে এবং প্রায় ২০ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতে প্রকাশ্যে কোনো ভাষণ দেননি বরং গত জুলাইয়ে বাংলাদেশে থাকাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত বিটিভির কার্যালয় পরিদর্শন শেষে বলা শেখ হাসিনার বক্তব্যকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটিতে প্রচারিত শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে গত ২৬ জুলাই তারিখে বাংলাদেশি সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনে “শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী” শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়৷ সংবাদ প্রতিবেদনটিতে উল্লেখ করা শেখ হাসিনার বক্তব্যের সাথে আলোচিত ভিডিওটিতে প্রচারিত শেখ হাসিনার বক্তব্যের সাথে মিল পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ জুলাই ক্ষতিগ্রস্ত বিটিভির কার্যালয় পরিদর্শন শেষে শেখ হাসিনা এসব কথা বলেন।
অতঃপর, এরই সূত্র ধরে অধিকতর অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে “শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি: প্রধানমন্ত্রী” শিরোনামে গত ২৬ জুলাই তারিখে ৪ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়৷ ভিডিওটির প্রায় ১ মিনিট ১৮ সেকেন্ডের পরবর্তী সময়কালে শেখ হাসিনার বক্তব্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে বলা শেখ হাসিনার বক্তব্য ও ফ্রেমের হুবহু মিল পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি মূলত গত ২৬ জুলাই তারিখে বাংলাদেশে থাকাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত বিটিভির কার্যালয় পরিদর্শন শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের।
উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কিছু দৃশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি দেখা যায় তবে মূল ভিডিওতে নরেন্দ্র মোদির কোনো উপস্থিতি পাওয়া যায়নি। তাছাড়া, শেখ হাসিনার উক্ত বক্তব্যের প্রেক্ষিতে প্রচারিত কোনো সংবাদেও বক্তব্য প্রচারকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতির দাবি বা তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ, নরেন্দ্র মোদির দৃশ্য এডিট করে যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় দেওয়া শেখ হাসিনার বক্তব্যকে সম্প্রতি ভারতে শেখ হাসিনার দেওয়া ভাষণ দাবিতে প্রচার করা হলে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, গত জুলাইয়ের পুরোনো বক্তব্যের ভিডিও সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনার দেওয়া ভাষণের সরাসরি বা লাইভ দৃশ্যে দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bangla Tribune – শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী
- ATN News – শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি: প্রধানমন্ত্রী | Rajakar | Quota Movement | ATN News
- Rumor Scanner’s own analysis