সম্প্রতি “হুজুর হিন্দুদের পরনের ধুতি খুলে নেবে এবং হিন্দু মহিলাদের শাঁখা সিঁদুর দিয়ে রাস্তায় বের হতে দেবে না।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০২২ সালে ভারতের কর্নাটক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মুকাররম এর গেটে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে “মুহাম্মাদ যোবায়ের হোসেন সাঈদ” নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি “ভারতের কর্নাটক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ ও বাংলাদেশে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বায়তুল মুকাররমের উত্তর গেইটে চলছে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১৯ মিনিট ৩ সেকেন্ড অংশ থেকে ১৯ মিনিট ৪০ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে৷

ভিডিওটি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কি ওয়ার্ড সার্চ করে অনলাইন গণমাধ্যম নিউজ বাংলা২৪ ডটকমের ওয়েবসাইটে ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি ‘হিজাব নিষিদ্ধ হলে ভারত যাত্রার হুমকি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের কর্ণাটকে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ১৮ ফেব্রুয়ারি (২০২২) জুমার নামাজ শেষে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হিজাব পরায় বিধিনিষেধ বাতিল না হলে দেশটির অভিমুখে যাত্রার হুমকি দিয়েছে দলটি। বিক্ষোভ মিছিলে ভারতে কর্ণাটক রাজ্যে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে স্লোগান দেয়া হয়।
একই বিষয়ে সেসময় দেশের একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন (১, ২) প্রকাশিত হয়।
সুতরাং, ২০২২ সালে ভারতের কর্নাটক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মুকাররম এর গেটে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীদের হুমকির ঘটনাকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- মুহাম্মাদ যোবায়ের হোসেন সাঈদ – Facebook Post
- Newsbangla24.com – হিজাব নিষিদ্ধ হলে ভারত যাত্রার হুমকি
- Benarnews – ভারতের কর্ণাটকে হিজাব নিষিদ্ধ: ঢাকায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ সমাবেশ
- Alokito Bangladesh – রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ