গত ২৬ এপ্রিল (শনিবার) রাজধানী ঢাকার প্রেস ক্লাবে ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচির ডাক দেন দেশের পীর-মাশায়েখ, সুন্নী জনতা। এরই প্রেক্ষিতে, ‘আলহামদুলিল্লাহ পাখির চোখে জনসমুদ্র কেবলই চেয়েছিলাম মাঠ-পেয়ে গেলাম রাজ পথ। ২৬/০৪/২০২৫ মহা সুন্নি সমাবেশ।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে ৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ২৬ এপ্রিল সুন্নীপন্থীদের উদ্যোগে অনুষ্ঠিত ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচির ভিডিও নয় বরং, এটি গত ১২ এপ্রিল অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচীর ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে মূলধারার গণমাধ্যম ‘The Daily Star’ এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১২ এপ্রিল ‘’মার্চ ফর গাজা: লাখো মানুষের স্লোগানে মুখরিত ঢাকা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির স্থান ও পারিপার্শ্বিক অবস্থার মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে প্রাপ্ত একই ঘটনায় অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিব্রিউন এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১২ এপ্রিল ফিলিস্তানের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ এবং গাজায় নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এই গণজমায়েতের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে যোগ দেন লাখ লাখ জনতা। গণজমায়েতে সবার পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এই গণজমায়েতের আয়োজন করে।’
সেসময়ে দেশের একাধিক গণমাধ্যম এ বিষয়ে সংবাদ (১,২,৩) প্রচার করে।
সুতরাং, গত ১২ এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচীর ভিডিওকে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত ফিলিস্তিনের পক্ষে সুন্নী মহাসমাবেশের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jaijaidin – ২৬ এপ্রিল সুন্নী আলেমদের ছায়ায় মাঠে নামছে আ.লীগ
- The Daily Star – মার্চ ফর গাজা: লাখো মানুষের স্লোগানে মুখরিত ঢাকা
- Bangla Tribune – ‘মার্চ ফর গাজা’ ঘোষণাপত্রে কী আছে
- Kalerkantho – ঢাকায় আজ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি
- BBC News বাংলা – ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকে কী বার্তা দেওয়া হলো?