বাংলাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে সেনাবাহিনীর হস্তক্ষেপে গত ০৫ আগস্ট পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদায় নিয়েছে তার সরকার। ভেঙে দেওয়া হয়েছে ১২তম জাতীয় সংসদ। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের শীর্ষনেতা, সরকারের মন্ত্রী ও এমপিদের দেশ ছাড়ার চেষ্টা বা আত্মগোপনে যাওয়ার খবর আসছে গণমাধ্যমে। সম্প্রতি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন) লন্ডনে পালিয়ে গিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি গত বছরের অক্টোবরে ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনহো বাংলাদেশে আসার অনুষ্ঠানের।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণে বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যম একাত্তর টিভির ক্রীড়া সাংবাদিক অর্ণব বাপিকে লক্ষ্য করা যায়।

ঘটনার প্রেক্ষাপট জানতে তার সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “এই ফুটেজটি প্রায় এক বছর আগের। নির্দিষ্ট তারিখ এই মুহুর্তে মনে নেই সেদিন ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার রোনালদিনহো বাংলাদেশে এসেছিল। ঢাকার হোটেল রেডিসন ব্লু’তে আমাদের সংবাদকর্মীদের আমন্ত্রণ ছিল। আয়োজকদের সাথে মিডিয়ার প্রেস কনফারেন্স কভার নিয়ে ঝামেলা হয়। তখন ব্যারিস্টার সুমন আমাদের অনুরোধ জানায় অনুষ্ঠানটি কভারের জন্য। না হলে সে ও এখানে থাকবে না। সেটারই একটা ছোট্ট মুহুর্ত এটা।”
পরবর্তী অনুসন্ধানে জাতীয় দৈনিক সমকালের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ অক্টোবর “রোনালদিনহো’র অনুষ্ঠান বয়কট করলেন সাংবাদিকরা, যা বললেন ব্যারিস্টার সুমন” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের পরিবেশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ১৮ অক্টোবর ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার রোনালদিনহো বাংলাদেশে আসার অনুষ্ঠানে আয়োজকের সাথে সংশ্লিষ্ট সাংবাদিকদের আসন নিয়ে বাগবিতণ্ডা হলে সাংবাদিকগণ উক্ত অনুষ্ঠান বয়কট করেন।
আরেক গণমাধ্যম নিউজ২৪ এর ওয়েবসাইটে “অপমানে রোনালদিনহোর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক লন্ডনে পালিয়ে গিয়েছেন দাবিতে গত বছরের ভিন্ন ঘটনার ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।