১৫ আগস্ট নয়, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর এই ভিডিওটি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের সময়কার

গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শ্রদ্ধা জানিয়েছেন- দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শ্রদ্ধা জানানোর এই ভিডিওটি গত ১৫ আগস্টের  নয় বরং, গত জুন মাসে দায়িত্ব গ্রহণের পর সেনাপ্রধানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের লোগো রয়েছে। 

Screenshot: Facebook 

উক্ত সূত্রে ধরে অনুসন্ধানে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে গত ২৪ জুন “বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিও থেকে জানা যায়, গত ২৪ জুন নতুন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেনাপ্রধানের শ্রদ্ধা জানানোর কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেনাপ্রধানের শ্রদ্ধা জানানোর পুরোনো ভিডিওকে গত ১৫ আগস্টের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img