সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি জনগণকে বন্যা এবং ভারত বিরোধী রাষ্ট্রীয় সংকটের মধ্যে রাখার মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন দখল করে নিয়েছে এবং সেখানে তাদের সামরিক প্রশিক্ষণের ঘাঁটি তৈরি করেছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি মার্কিন সেনাবাহিনীর সেন্টমার্টিন দখল করে তাতে সামরিক ঘাঁটি তৈরির দৃশ্য নয় বরং, ভিডিওটি যুক্তরাষ্ট্রে সেনা প্রশিক্ষণ ঘাটিতে ২০২১ সালে ধারণ করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Fit One Tech নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৬ জুলাই Infantry OSUT Basic Trainees Training Mounted Ops and Urban Ops Fort Benning 2021 শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। উভয় ভিডিওতে দেখানো ইংরেজি বাক্যও একই। এছাড়াও ভিডিওটির শিরোনাম পর্যালোচনার মাধ্যমে জানা যায়, ভিডিওটি Fort Benning নামের স্থানে ২০২১ সালে ধারণ করা হয়েছে। পাশাপাশি এটিও জানা যায়, এটি মূলত Mounted Ops এবং Urban Ops নামের দুটো বিশেষ গ্রুপের Infantry OSUT Basic প্রশিক্ষণের ভিডিও।
এসব তথ্যের সূত্রে মার্কিন গণমাধ্যম সিএনএনের ওয়েবসাইটে ২০২৩ সালের ১২ মে Georgia’s Fort Benning drops Confederacy connection with new name in honor of a military couple শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, Fort Benning মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বাস এবং জর্জিয়া শহরের অদূরে অবস্থিত একটি বৃহৎ সেনা প্রশিক্ষণ ঘাঁটি।
মার্কিন সেনাবাহিনীর ওয়েবসাইটে ২০১৮ সালের ১০ ডিসেম্বর 22-week Infantry OSUT pilot program trainees graduate at forefront of Soldier Lethality শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, Infantry OSUT Basic হচ্ছে একটি ২২ সপ্তাহব্যাপী চলমান একটি প্রশিক্ষণ। এটি Fort Benning সেনা প্রশিক্ষণ ঘাঁটিতে অনুষ্ঠিত হয়ে থাকে।
সুতরাং, মার্কিন সেনাদের সেন্টমার্টিন দখলের ভিডিও দাবিতে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ঘাঁটির পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Fit One Tech Youtube Channel: Infantry OSUT Basic Trainees Training Mounted Ops and Urban Ops Fort Benning 2021
- CNN Website: Georgia’s Fort Benning drops Confederacy connection with new name in honor of a military couple
- army.mil Website: 22-week Infantry OSUT pilot program trainees graduate at forefront of Soldier Lethality
- Rumor Scanner’s Own Analysis