গত ২ সেপ্টেম্বর, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন শীর্ষক দাবিতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৭৮ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ নজরুলের এই ভিডিও বার্তাটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়েও নয়। বরং, ২০২৪ সালের ১০ আগস্টের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে তিনি সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের কথা জানিয়েছিলেন।
এই বিষয়ে অনুসন্ধানে ড. আসিফ নজরুলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ২০২৪ সালের ১০ আগস্ট ‘প্রধান বিচারপতির পদত্যাগ’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটিতে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের কথা জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল্টিমেটামের মুখে ২০২৪ সালের ১০ আগস্ট সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন।
তাছাড়া, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পদত্যাগ করেছেন এমন কোনো তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য অন্য কোনো সূত্রে খুঁজে পাওয়া যায়নি। বর্তমান প্রধান বিচারপতি পদত্যাগ করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হবার কথা।
উল্লেখ্য, মে মাসে উক্ত ভিডিওটি একই দাবিতে প্রচার করা হলে সেসময়ে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতারাং, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের বিষয়ে উপদেষ্টা আসিফ নজরুলের পুরোনো একটি ভিডিওকে সম্প্রতি বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পদত্যাগ করেছেন দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Dr. Asif Nazrul: প্রধান বিচারপতির পদত্যাগ
- BBC – ফুল কোর্ট সভা কী? প্রধান বিচারপতি পদত্যাগ করলেন কেন?