ঢাকা সিএমএম আদালত প্রাঙ্গণে ভাঙচুরের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়

সম্প্রতি, ঢাকা সিএমএম আদালতে ভাঙচুরের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে একদল বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা সিএমএম আদালত প্রাঙ্গণে ভাঙচুরের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি গত বছরের আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের সিএমএম আদালত প্রাঙ্গণে ভাঙচুরের ভিডিও। 

অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ০৪ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ঢাকার বিএমএম আদালতে ভাঙচুরের দৃশ্য এটি। ভিডিওর ক্যাপশনের পাশে কোটা মুভমেন্ট ট্যাগও পরিলক্ষিত হয়।

একই তারিখে একই ভিডিওটি চ্যানেল ২৪ এবং যমুনা টিভিকেও প্রকাশ করতে দেখা যায়। 

উল্লিখিত গণমাধ্যমগুলো থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে একই তারিখে জাগো নিউজের ওয়েবসাইটে “সিএমএম আদালতে হামলা, প্রিজনভ্যান-পুলিশের গাড়ি ভাঙচুর” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বেলা সাড়ে ১১ টার দিকে আন্দোলনকারীরা ঢাকার নিম্ন আদালতে হামলা করে। এসময় আন্দোলনকারীরা হাজতখানার সামনে থাকা একটি প্রিজনভ্যান, কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এছাড়া সিএমএম আদালতের পেছনের গেটের নিচতলার সিঁড়ির রেলিং ভাঙচুর করেন।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাকও। 

সুতরাং, গত বছরের আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারী কর্তৃক ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ভাঙচুরের দৃশ্যকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img