টাইম ম্যাগাজিনে শেখ হাসিনার বিষয়ে প্রচারিত সংবাদটি ২০২৩ সালের 

সম্প্রতি, ‘বিশ্বের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিউজ২৪ এর ভিডিও প্রতিবেদনের ফুটেজ ব্যবহার করে দাবি করা হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যম টাইম ম্যাগাজিনে সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এসেছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি শেখ হাসিনাকে নিয়ে টাইম ম্যাগাজিন কোনো সংবাদ প্রকাশ করেনি এবং নিউজ২৪ এর প্রচারিত ভিডিও প্রতিবেদনটিও সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৩ সালে প্রকাশিত উক্ত প্রতিবেদনকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানে নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৩ নভেম্বর প্রকাশিত একই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

Video Comparison By Rumor Scanner 

প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ০৩ নভেম্বর টাইম ম্যাগাজিন শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

পরবর্তীতে টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে সম্প্রতি শেখ হাসিনা নিয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। 

উল্লেখ্য, টাইম ম্যাগাজিনে সর্বশেষ বাংলাদেশ নিয়ে গত ০৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। 

সুতরাং, টাইম ম্যাগাজিনে শেখ হাসিনার নাম আসা নিয়ে নিউজ২৪ এর পুরোনো প্রতিবেদনকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img