দেবী দুর্গার একটি ভাঙা প্রতিমার ছবি প্রচার করে দাবি করা হচ্ছে এটি সাম্প্রতিক সময়ে দেবী দুর্গার প্রতিমা ভাঙার ছবি।
ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং অন্তত ২০২১ সাল থেকে ইন্টারনেটে ছবিটির অস্তিত্ব রয়েছে। রিভার্স ইমেজ সার্চ করে এক্সে (টুইটার) ২০২১ সালের ১৪ অক্টোবর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে প্রচারিত ছবিটির উপস্থিতি রয়েছে। এছাড়াও, ২০২২ সালের ২১ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ দর্পন এর একটি সংবাদে উক্ত ছবির সংযুক্তি খুঁজে পাওয়া যায়।
সুতরাং, অন্তত ২০২১ সাল থেকে ইন্টারনেটে থাকা দেবী দুর্গার ভাঙা প্রতিমার ছবি সাম্প্রতিক ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Dr. Anjay Bose: X (Twitter) Post
- Bangladesh Darpan: দুর্গাপূজাকালীন সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত স্থগিতের নির্দেশ সুপ্রিমকোর্টের
- Rumor Scanner’s own analysis