সাম্প্রতিক বন্যার দৃশ্য দাবিতে নদী বিলাসের পুরোনো ছবি প্রচার

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে, পানির নীচে থেকে দুই হাত দিয়ে একটি শিশুকে উপরে তুলে রাখার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি বাংলাদেশের সাম্প্রতিক বন্যার নয়, বরং এটি নদী বিলাস সম্পর্কিত পুরোনো একটি ছবি।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, জিয়েমিয়ান নামের একটি চীনা ওয়েবসাইটে ২০১৭ সালের ০৪ ফেব্রুয়ারি প্রকাশিত একটি নিবন্ধে একই ছবি পাওয়া যায়। প্রতিবেদনটিতে বাংলাদেশের নদীর তীরে মানুষের দৈনন্দিন জীবনের সৌন্দর্য তুলে ধরা হয়েছে। একই প্রতিবেদনে নদীর তীরে মানুষের কার্যকলাপের আরও অসংখ্য ছবিও দেখা যায়।

ওই প্রতিবেদনের সূত্রে ছবিটির ফটোগ্রাফার নাসিফ ইমতিয়াজের খোঁজ পায় রিউমর স্ক্যানার টিম। গত ১৭ আগস্ট তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও একই ছবি প্রচার হতে দেখা যায়।

ছবির বিষয়ে বিস্তারিত জানতে আমরা নাসিফ ইমতিয়াজের সাথে যোগাযোগ করি। তিনি আমাদের বলেন, এটি মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে তোলা, যেখানে বাচ্চাটি তার ভাইয়ের সঙ্গে খেলছিল। তিনি স্পষ্টভাবে বলেন, এটি বন্যা সম্পর্কিত কোনো ছবি নয়।

সুতরাং, নদী বিলাসের পুরোনো ছবি বাংলাদেশের সাম্প্রতিক বন্যার প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Jiemian – Rivers and fantasies in Bangladesh

Statement from Nasif Imtiaz.

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img