সম্প্রতি “ভুষণছড়া গণহত্যার ৩৬ বছর” শীর্ষক শিরোনামে উক্ত ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে রিউমর স্ক্যানার টিম নিশ্চিত হয়েছে ছবিটি ভিয়েতনাম যুদ্ধের, বাংলাদেশের নয়।
মূলত ১৯৬৬ সালের জানুয়ারি মাসে ভিয়েতনামে যুদ্ধকালীন সময়ে এসোসিয়েটেড প্রেসের ফোটোগ্রাফার HORST FAAS সাইগোন শহরে ছবিটি তুলেন এবং আন্তর্জাতিক গণমাধ্যম দ্যা গার্ডিয়ানে ২০১২ সালের মে মাসের এক প্রতিবেদনে ও বিবিসির ২০১৫ সালের এপ্রিল মাসের একটি প্রতিবেদনে ছবিটির অস্তিত্ব পাওয়া গেছে।
অর্থাৎ, ভিয়েতনামের যুদ্ধকালীন একটি ছবিকে বর্তমানে বাংলাদেশের ভূষণছড়া গণহত্যার ছবি দাবীতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ভূষণছড়া গণহত্যার সময়কার চিত্র দাবীতে প্রচারিত ছবিটি ভিনদেশী ও বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ভিয়েতনামের ছবিকে ভুষণছড়া গণহত্যা বলে প্রচার
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]