সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে বন্যা কবলিত এলাকায় ট্রাক উল্টে যাওয়ার দৃশ্য দাবিতে একটি ছবি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখুন যায়যায়দিন, ডেইলি বাংলাদেশ, দৈনিক আমাদের সময়, প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক জনকণ্ঠ, Financial Express, The Business Post।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি চলমান বন্যার ঘটনার নয় বরং ২০২২ সালের সিলেটের সুনামগঞ্জের বন্যার সময়কার ছবি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে, প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর ওয়েবসাইটে ২০২২ সালের ২২ জুন প্রচারিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদে ব্যবহৃত একটি ছবির সাথে প্রচারিত ছবিটি হুবহু মিলে যায়।
উক্ত সংবাদের বরাতে জানা যায়, ২০২২ সালের জুন মাসে ভারত ও বাংলাদেশে বন্যার ঘটনায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং বাংলাদেশে কমপক্ষে ৩২ জন মানুষ নিহত হয়। এছাড়াও, ছবিটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ছবিটি ২০২২ সালের ২১ জুন সিলেটের সুনামগঞ্জ থেকে তোলা। বার্তা সংস্থা এএফপি’র স্বত্ত্বে প্রকাশিত ছবিটির চিত্রগ্রাহক ছিলেন মামুন হোসেন।
এছাড়াও, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’র ২০২২ সালের ২৫ জুন সাপ্তাহিক ছবি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত স্থানের ভিন্ন অ্যাঙ্গেলের ছবি খুঁজে পাওয়া যায়।
সুতরাং, সুনামগঞ্জের পুরোনো বন্যার ঘটনার ছবি সম্প্রতি বন্যা কবলিত অঞ্চলে ট্রাক উল্টে যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- CNN World: Millions affected after deadly floods hit India and Bangladesh
- BBC: Week in pictures: 18-24 June 2022
- Rumor Scanner’s Own Research