পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের এই ভিডিওটি পুরোনো 

সম্প্রতি ‘মৌলভীবাজার শমসেরনগর বিমানবন্দর এলাকার উসমান নগর গ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন…’ ক্যাপশনে ট্রেনে অগ্নিকাণ্ডের একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২২ সালে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম Channel 24 এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১১ জুন ‘পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সেদিন ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ-শমশেরনগর স্টেশনের কাছে ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে গিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বারোটি বগি। 

একই বিষয়ে ইলেকট্রনিক গণমাধ্যম NTV এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১১ জুন ‘পারাবত ট্রেনে আগুন, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ’ শিরোনামে প্রকাশিত ভিডিওতেও একই দৃশ্য ও তথ্য পাওয়া যায়। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে পারাবত এক্সপ্রেস ট্রেনে কোনো অগ্নিকাণ্ডের ঘটনার নয়।

সুতরাং, পারাবত এক্সপ্রেস ট্রেনে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ভিডিওটি দাবিতে ২০২২ সালের পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img