ফিলিস্তিনের পুরোনো মিলিটারি ট্রেনিংয়ের ছবিকে হামাস কর্তৃক ইসরায়েলি সৈন্যদের আটকের দাবিতে প্রচার 

সম্প্রতি, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে আটক ইসরায়েলের হানাদার বাহিনীকে নিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা শীর্ষক দাবিতে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

আটক ইজরায়েলের

কতিপয় পোস্টে সরাসরি উক্ত দাবি না থাকলেও ছবির ক্যাপশন উক্ত ঘটনার দাবিকেই ইঙ্গিত করছে বলে প্রতীয়মান হয়। 

উক্ত দাবিতে ফেসবুকের যেসব পোস্টে এই ছবি ব্যবহার করা হয়েছে তার কিছু নমুনা দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয়, এমনকি এই ছবির সাথে হামাস যোদ্ধাদের দ্বারা ইসরায়েলের সৈন্যদের আটকের ঘটনারও কোনো সম্পর্ক নেই বরং ২০২২ সালের ডিসেম্বরে ফিলিস্তিনের মিলিটারি ট্রেনিংয়ের সময়ে তোলা ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ছবিটির বিষয়ে রিভার্স ইমেজ সার্চ করে الغرفة المشتركة لفصائل المقاومة الفلسطينية (The joint room for Palestinian resistance factions) নামক একটি টেলিগ্রাম চ্যানেলে ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টে থাকা একাধিক ছবির মধ্যে আলোচিত ছবিটিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Telegram 

ছবিগুলোর বিষয়ে আরবি ভাষায় লেখা পোস্টে বলা হয়, সেদিনের (২৮ ডিসেম্বর) Extreme Corner 3 নামক একটি মিলিটারি ট্রেনিংয়ের ছবি এটি। 

এর আগে একই দিন একই চ্যানেলের আরেক পোস্টে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে ট্রেনিংটির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়। 

Screenshot: Telegram

একই দিনের উক্ত ট্রেনিংয়ের ভিডিও ফুটেজও ইন্টারনেটে পাওয়া যায়। দেখুন এখানে এবং এখানে। 

মূলত, গত ০৭ অক্টোবর থেকে অদ্যাবধি চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে আটক ইসরায়েলের হানাদার বাহিনীকে নিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা শীর্ষক দাবিতে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিতে যে ছবিটি প্রচার করা হচ্ছে তার সাথে উক্ত ঘটনার সংশ্লিষ্টতা নেই৷ প্রকৃতপক্ষে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ফিলিস্তিনের গাজায় মিলিটারি ট্রেনিংয়ের সময়ের এই ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

প্রসঙ্গত, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার৷

সুতরাং, গাজায় পুরোনো মিলিটারি ট্রেনিংয়ের ছবিকে হামাস কর্তৃক ইসরায়েলের সৈন্যদের সাম্প্রতিক সময়ে আটকের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

  • الغرفة المشتركة لفصائل المقاومة الفلسطينية: Telegram Post
  • Rumor Scanner’s own analysis 

আরও পড়ুন

spot_img