চীনে গত জুলাইতে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার খবরে গণমাধ্যমে পুরোনো ছবি

গত জুলাইতে, চীনে বন্যার ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে চারটি ভিন্ন ছবি ব্যবহার করা হয়েছে।

ছবিগুলো ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা ট্রিবিউন, আজকের পত্রিকা, বিজয় টিভি, একাত্তর টিভি, এবিনিউজ২৪, একুশে সংবাদ, মানবকণ্ঠ, সংবাদ প্রকাশ, পিবিএ এজেন্সি এবং রেডিও টুডে। 

একই ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ে চীনের বন্যার ঘটনার নয় বরং পূর্বের ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে সাম্প্রতিক ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে। 

ছবি যাচাই -১

চীনে জুলাইয়ে বন্যার ঘটনায় এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা ট্রিবিউন, বিজয় টিভি এবং এবিনিউজ২৪। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির বিষয়ে অনুসন্ধানে চীনের একটি ইন্টারনেট ভিত্তিক তথ্য কেন্দ্রের ওয়েবসাইট Spanish.CHINA.ORG.CN এ ২০০৯ সালের ১৭ মে প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

চীনের প্রাকৃতিক দূর্যোগ বিষয়ক এই প্রতিবেদনে ছবিটি ব্যবহার করা হলেও এর মূল সূত্র উল্লেখ করা হয়নি।  

অর্থাৎ, ছবিটি অন্তত ১৪ বছর পূর্ব থেকেই ইন্টারনেটে রয়েছে যা থেকে প্রতীয়মান হয় যে এটি সাম্প্রতিক সময়ের নয়।  

ছবি যাচাই- ২

চীনে জুলাইয়ে বন্যার ঘটনায় এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা, একুশে সংবাদ এবং রেডিও টুডে। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে আন্তজার্তিক সংবাদ সংস্থা AP’র ওয়েবসাইটে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: AP 

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২২ সালের ২১ জুন মধ্য চীনের জিয়াংসি প্রদেশের শাংগ্রাওতে শ্রমিকরা প্লাবিত রেলপথের একটি অংশের দৃশ্য এটি। 

অর্থাৎ, এই ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়। 

ছবি যাচাই- ৩

চীনে জুলাইয়ে বন্যার ঘটনায় এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে মানবকণ্ঠ, সংবাদ প্রকাশ এবং পিবিএ এজেন্সি। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির বিষয়ে অনুসন্ধানে কানাডা ভিত্তিক গণমাধ্যম CBC তে ২০২০ সালের ১৩ জানুয়ারি “5 dead in latest flooding in southern China rainstorms” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: CBC

এপির তোলা এই ছবিতে সেসময় চীনে বন্যার ঘটনায় উদ্ধারকাজে দৃশ্য উঠে এসেছে। 

অর্থাৎ, ছবিটি তিন বছর পূর্বের। 

ছবি যাচাই- ৪

চীনে জুলাইয়ে বন্যার ঘটনায় এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে একাত্তর টিভি। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ গণমাধ্যম BBC এর ওয়েবসাইটে ২০২২ সালের ২২ জুন “Hundreds of thousands evacuated as floods ravage southern China” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: BBC

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, সেসময় চীনের বন্যার ঘটনায় উদ্ধারকারীরা ফুজিয়ান প্রদেশে বন্যার পানিতে আটকে পড়া মানুষকে সরিয়ে নিতে রাবারের ডিঙ্গি ব্যবহার করছে।

অর্থাৎ, এই ছবিটিও পুরোনো। 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ছবি শীর্ষক কোনো তথ্য উল্লেখ করা হয়নি বরং কিছু গণমাধ্যম ছবিগুলো সংগৃহীত এবং কোনো কোনো গণমাধ্যম ছবির ক্যাপশনে বিদেশি সংবাদ সংস্থার নাম উল্লেখ করেছে। আবার কোনোটিতে কিছুই উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিগুলো ব্যবহার করে সংগৃহীত উল্লেখ কিংবা কোনো তথ্য উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবেই ছবিগুলো চীনের গত জুলাইয়ের বন্যার ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া অমূলক নয়। 

মূলত, গত জুলাইতে চীনের বন্যার ঘটনায় দেশীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে চীনের ঘটনার দাবিতে চারটি ছবি ব্যবহার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো উক্ত ঘটনার নয়। ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে চীনের গত জুলাইয়ের বন্যার ঘটনার খবরে ব্যবহার করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্যও দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিকভাবে ছবিগুলো চীনের গত জুলাইয়ের বন্যার ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।

সুতরাং, চীনে গত জুলাইয়ে বন্যার ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে চারটি পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img