গ্রিসে দাবানলের খবরে গণমাধ্যমে ভিন্ন ঘটনার পুরোনো ছবি

গত জুলাইয়ে গ্রিসের দাবানলের ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সাতটি ভিন্ন ছবি ব্যবহার করে হয়েছে।

ছবিগুলো ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে ডিএমপি নিউজ, দৈনিক করতোয়া, বৈশাখী টিভি, প্রবাসীর দিগন্ত, মানবকণ্ঠ (১), আজকের দর্পণ, জাগোনিউজ২৪, নয়া দিগন্ত, নাগরিক টিভি, ঢাকা ট্রিবিউন, আরটিভি, শেয়ার বিজ, খোলা কাগজ, মাই টিভি, মানবকণ্ঠ (২) এবং সংবাদ। 

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ে গ্রিসের দাবানলের ঘটনার নয় বরং পূর্বের ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে গ্রিসের সাম্প্রতিক ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে।

ছবি যাচাই- ১

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে ডিএমপি নিউজ, দৈনিক করতোয়া, বৈশাখী টিভি এবং প্রবাসীর দিগন্ত

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Reuters এর ওয়েবসাইটে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Reuters

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২১ সালের ৬ আগস্ট গ্রিসের ইভিয়া দ্বীপের কিরিনথোস গ্রামে দাবানলের আগুন জ্বলে উঠলে একটি বাড়ির কাছ থেকে জ্বলার দৃশ্য এটি। 

অর্থাৎ, ছবিটি দুই বছরের পুরোনো। 

ছবি যাচাই- ২

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে মানবকণ্ঠ এবং আজকের দর্পণ

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান Getty Images এর ওয়েবসাইটে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Getty Images 

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০১৮ সালের ২৩ জুলাই গ্রিসের এথেন্সের কাছে কিনেটাতে দাবানলের সময় একটি বাড়ির অগ্নিকাণ্ডের দৃশ্য এটি।

অর্থাৎ, ছবিটি ভিন্ন ঘটনার ও পাঁচ বছরের পুরোনো। 

ছবি যাচাই- ৩

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে জাগো নিউজ২৪। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে Getty Images এর ওয়েবসাইটে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Getty Images

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০১৮ সালের ২৩ জুলাই এথেন্সের কাছে রাফিনা শহরে একটি দাবানলের উপর একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার উড়ে যাওয়ার দৃশ্য এটি।

অর্থাৎ, ছবিটি পাঁচ বছরের পুরোনো। 

ছবি যাচাই- ৪

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে নয়া দিগন্ত

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে Getty Images এর ওয়েবসাইটে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Getty Images

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, গত জুন মাসে জার্মানীর লুবথিনের একটি জঙ্গল এলাকা থেকে ধোঁয়া এবং শিখা আকাশে উঠে যাওয়ার দৃশ্য এটি।

অর্থাৎ, ছবিটি গ্রিসের নয়। 

ছবি যাচাই- ৫

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে নাগরিক টিভি

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Reuters এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Reuters

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২১ সালের ৩০ জুলাই তুরস্কের আন্টালিয়া রিসর্ট শহরের পূর্বে মানাভগাট শহরের কাছে একটি অগ্নিনির্বাপক যান কর্তৃক বনের আগুন নিভানোর সময় তোলা ছবি এটি। 

অর্থাৎ, ছবিটি গ্রিসের নয় বরং তুরস্কের এবং ছবিটি দুই বছরের পুরোনো। 

ছবি যাচাই- ৬

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা ট্রিবিউন

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে Reuters এর ওয়েবসাইটে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Reuters 

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, একজন অগ্নিনির্বাপক কর্মী ল্যান্ডিরাসের কাছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, যেহেতু দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের গিরোন্ডে অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ছে। ছবিটি ২০২২ সালের ১৫ জুলাই তোলা।

অর্থাৎ, এটি ভিন্ন স্থানের পুরোনো ছবি।  

ছবি যাচাই- ৭

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে আরটিভি, শেয়ার বিজ, খোলা কাগজ, মাই টিভি, মানবকণ্ঠ (২) এবং সংবাদ। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।

ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে Getty Images এর ওয়েবসাইটে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Getty Images 

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২১ সালের জুলাইতে তুরস্কের দাবানলের ঘটনার দৃশ্য এটি।  

অর্থাৎ, ছবিটি ভিন্ন ঘটনার এবং দুই বছরের পুরোনো। 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ছবি শীর্ষক কোনো তথ্য উল্লেখ করা হয়নি বরং কিছু গণমাধ্যম ছবিগুলো সংগৃহীত এবং কোনো কোনো গণমাধ্যম ছবির ক্যাপশনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিগুলো ব্যবহার করে সংগৃহীত উল্লেখ কিংবা কোনো তথ্য উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবেই ছবিগুলো গ্রিসের সাম্প্রতিক দাবানলের ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া অমূলক নয়। 

মূলত, গত জুলাইতে গ্রিসের দাবানলের ঘটনায় দেশীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে গ্রিসের ঘটনার দাবিতে সাতটি ছবি ব্যবহার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো উক্ত ঘটনার নয়। ভিন্ন ভিন্ন ঘটনার ছবিকে গ্রিসের সাম্প্রতিক দাবানলের ঘটনার খবরে ব্যবহার করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্যও দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিকভাবে ছবিগুলো গ্রিসের সাম্প্রতিক দাবানলের ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে। 

সুতরাং, গ্রিসের দাবানলের ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একাধিক পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img