জাকার্তায় ইসরায়েল বিরোধী প্রতিবাদ সভা দাবীতে পুরোনো ছবি প্রচার

সম্প্রতি “মসজিদে আকসা ও ফিলিস্তিনিদের জন্য ইন্দোনেশিয়ার জাকার্তায় ইসরায়েল বিরোধী ঐতিহাসিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে দেখা যায় ছবিটি ইসরায়েল বিরোধী সভার নয় এবং পুরোনো।

২০১৬ সালে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের মেয়র Basuki Tjahaja Purnama (Ahok) কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে অবমাননা করায় স্থানীয় মুসলিমরা সহ দেশটির বিভিন্ন ইসলামিক গ্রুপ গুলো তৎকালীন সময় থেকে Ahok এর পদত্যাগের দাবীতে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে আসছিলো। ২০১৬ সালের ১০ অক্টোবরে Rappler এর “Dianggap melecehkan ayat suci, Ahok akhirnya meminta maaf” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

এবং এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২১শে ফেব্রুয়ারি বিক্ষুব্ধরা জাতীয় স্মৃতিস্তম্ভ (Monus) পার্কে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

এ নিয়ে Indonesia Expat এবং  The Jakarta Post এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।

মেয়র আহকের বিরুদ্ধে মোনাস পার্কের প্রতিবাদ সমাবেশের ছবিটিকে বর্তমানে ইসরাইল বিরোধী প্রতিবাদ সভা হিসেবে প্রচার করা হচ্ছে।

অর্থাৎ, ফিলিস্তিনিদের জন্য ইন্দোনেশিয়ার জাকার্তায় ইসরায়েল বিরোধী প্রতিবাদ সভা দাবীতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: মসজিদে আকসা ও ফিলিস্তিনিদের জন্য ইন্দোনেশিয়ায় ইসরায়েল বিরোধী ঐতিহাসিক প্রতিবাদ সভা
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

আরও পড়ুন

spot_img