সম্প্রতি “আলহামদুলিল্লাহ, নরওয়েতে কোরআনে আগুন দেওয়া যুবকের দুই হাতে পঁচন ধরেছে” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহারে রিউমর স্ক্যানার টিম নিশ্চিত হয়েছে, হাসপাতালের বিছানায় হাতে পচন ধরা ব্যক্তিটি পবিত্র কোরআন পোড়ানো সেই ব্যক্তি নন।
মূলত হাসপাতালের বিছানায় থাকা ব্যক্তিটি আমেরিকার নাগরিক Paul Gaylord এবং বিড়ালের কামড়ে তার দুই হাতের আঙ্গুল এক বিশেষ ধরণের রোগে আক্রান্ত হয়।
২০১২ সালের জুলাই মাসে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস কর্তৃক এই ব্যাপক প্রচারিত হাতের ছবিটি তোলা হয় এবং একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনের অস্তিত্ব পাওয়া গেছে। The Guardian এর “Oregon man recovering from rare case of the plague” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি দেখুন এখানে।
Daily Mail এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
এছাড়াও Daily News এবং Fox News এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
প্রসঙ্গত, ২০১৯ সালের নভেম্বর মাসে নরওয়েতে SIAN (Stopp Islamiseringen av Norge) নামক মুসলিম বিদ্বেষী গ্রুপের বিক্ষোভ চলাকালীন সময় গ্রুপটির নেতা Lars Thorsen পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেন। এ নিয়ে RT.com এর প্রতিবেদন দেখুন এখানে।
অর্থাৎ, কোরআনে আগুন দেয়ার ফলে Lars Thorsen এর হাতে পঁচন ধরেছে দাবিতে Paul Gaylord এর ছবি সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে।
সুতরাং, নরওয়েতে কোরআনে আগুন দেওয়া যুবকের হাতে পঁচন ধরেছে শীর্ষক তথ্য ও ছবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: নরওয়েতে কোরআনে আগুন দেয়া সেই যুবকের দুই হাতে পঁচন ধরেছে
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]