Fact Check: সাবধান সামনে চট্টগ্রাম লেখা ফলকের ছবিটি পুরোনো

সম্প্রতি “সাবধান সামনে চট্টগ্রাম” লেখা একটি ব্যানার/ফলকের ছবি একাধিক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে রিউমর স্ক্যানার টিম নিশ্চিত হয়েছে ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।

মূলত ছবিটি ২০১৭ সাল থেকে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট করা হচ্ছে এবং সবথেকে পুরোনো ছবিটি পাওয়া গেছে ২৫ জুলাই ২০১৭ সালে, দেখুন এখানে।

২০১৮ এবং ২০১৯ সালের প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।

২০১৭ সালের জুলাই মাসের চট্টগ্রামে জলাবদ্ধতার বিষয় যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা এবং জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে বাংলার ২৫ জুলাই ২০১৭ তারিখে প্রকাশিত দুইটি প্রতিবেদন খুঁজে পায়।

২০১৭ সালের জুলাই মাস থেকে উক্ত ছবিটি পরবর্তী বছরগুলোতে ভিন্ন ভিন্ন শিরোনামে সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে এবং ২০১৮ সালে ছবিটি নিয়ে দৈনিক সমকাল “সামনে চট্টগ্রাম, সাঁতার না জানলে সাবধান” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

অর্থাৎ উক্ত ছবিটির মূল সূত্র খুঁজে না পাওয়া গেলেও এটি নিশ্চিত যে ছবিটি বর্তমান সময়ের নয় বরং ২০১৭ সালের জুলাই মাসের বা তারও পূর্বের কোন সময়ের।

উল্লেখ্য, ৬ই জুন রবিবার ভোরবেলা থেকে চট্টগ্রামে মুষলধারে বর্ষনের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মূলত এই জলাবদ্ধতাকে কেন্দ্র করেই পূর্বের জলাবদ্ধতার সময়কার ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে।

সুতরাং, “সাবধান সামনে চট্টগ্রাম” লেখা ভাইরাল ফলকের ছবিটি পুরোনো ও সাম্প্রতিক সময়ের দাবীতে প্রচারিত বিষয়টি বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: “সাবধান সামনে চট্টগ্রাম” ভাইরাল ছবিটি পুরোনো
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

আরও পড়ুন

spot_img