বুধবার, অক্টোবর 9, 2024

তুরস্কের বিস্ফোরণে কি বামসি বেরেক চরিত্রে অভিনয় করা ব্যক্তির স্ত্রী ও মেয়ে মারা গিয়েছে?

সম্প্রতি “তাকসিম ইস্তিকলাল স্ট্রিটে সন্ত্রাসী সংগঠনের দ্বারা পরিচালিত আত্মঘাতী বোমা হামলায়, জনপ্রিয় টিভি সিরিজ দিরিলিস আরতুগ্রুল এ বামসী বের ভূমিকায় অভিনয় করা নুরেত্তিন উকারের ‌সম্মানিতা স্ত্রী, আরজু ওজসয় এবং তার মেয়ে ইয়াগমুর উকার শহীদ হন” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তুরস্কের ইস্তাম্বুলের বিস্ফোরণে দিরিলিস আরতুগ্রুলে বামসি বেরেক চরিত্রে অভিনয় করা ব্যক্তির স্ত্রী ও মেয়ে নিহত হয়নি বরং দিরিলিস আরতুগ্রুলের শুধুমাত্র একটি এপিসোডে অভিনয় করা বামসি বেরেকের প্রাক্তন স্ত্রী ও মেয়ে নিহত হয়েছে।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, দেশীয় মূলধারার সংবাদমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে গত ১৩ নভেম্বর তারিখে “ইস্তাম্বুলে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৬” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৩ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ার এলাকার একটি জনবহুল রাস্তায় বিস্ফোরণ ঘটেছে। উক্ত ঘটনায় কমপক্ষে ৬জন নিহত এবং ১২জন আহত হয়েছে।

পাশাপাশি, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে গত ১৫ নভেম্বর তারিখে “Funerals held in Turkey for victims of Istanbul bombing” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, তুরস্কের ইস্তাম্বুলের উক্ত বিস্ফোরণের ঘটনায় নিহত ৬জনের মধ্যে নুরেত্তিন উকার নামের এক ব্যক্তির প্রাক্তন স্ত্রী আরজু ওজসয় এবং মেয়ে ইয়াগমুর উকারও ছিলো।

Screenshot Source: Aljazeera

পরবর্তীতে, তুরস্কের অনলাইন পোর্টাল Onedio তে গত ১৬ নভেম্বর তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, নুরেত্তিন উকার একজন অভিনেতা। তিনি বেশ কিছু টেলিভিশন সিরিজে অভিনয় করেছে। যার মধ্যে দিরিলিস আরতুগ্রুল একটি।

Screenshot Source: onedio

উক্ত সূত্র ধরে দিরিলিস আরতুগ্রুলের IMDb পেজে থাকা All cast & crew সেকশনে নুরেত্তিন উকারের নাম লক্ষ্য করা যায়। IMDb পেজের তথ্য মতে, নুরেত্তিন উকার শুধুমাত্র ২০১৯ সালে দেখানো ১৩০ নম্বর ‘Bolum’ নামের একটি এপিসোডে অভিনয় করেছে।

Screenshot Source: IMDb

অন্যদিকে, জনপ্রিয় তুর্কিশ টেলিভেশন সিরিজ দিরিলিস আরতুগ্রুলে বামসি বেরেক চরিত্রে অভিনয় করা ব্যক্তির নাম নুরেত্তিন সোনমেজদিরিলিস আরতুগ্রুলের IMDb পেজের তথ্য মতে তিনি বামসি বেরেক চরিত্রে ১৫০টি এপিসোডে অভিনয় করেছে।

Screenshot Source: IMDb

অর্থাৎ, নুরেত্তিন উকার ও নুরেত্তিন সোনমেজ দুইজনই জনপ্রিয় তুর্কিশ টেলিভেশন সিরিজ দিরিলিস আরতুগ্রুলে অভিনয় করেছে। তবে তারা দুইজন ভিন্ন দুই ব্যক্তি। নুরেত্তিন উকার শুধুমাত্র একটি এপিসোডে অভিনয় করেছে। অন্যদিকে নুরেত্তিন সোনমেজ ১৫০টি এপিসোডে অভিনয় করেছে।

মূলত, গত ১৩ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলের বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়। নিহতদের মধ্যে জনপ্রিয় তুর্কিশ টেলিভেশন সিরিজ দিরিলিস আরতুগ্রুলের একটি এপিসোডে অভিনয় করা নুরেত্তিন উকারের প্রাক্তন স্ত্রী এবং মেয়েও ছিলো। উক্ত বিষয়টিকেই দিরিলিস আরতুগ্রুলের বামসি বেরেক চরিত্রে অভিনয় করা ব্যক্তির স্ত্রী এবং মেয়ে শহীদ হয়েছে দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে দিরিলিস আরতুগ্রুলে বামসি বেরেক চরিত্রে অভিনয় করা ব্যক্তির নাম নুরেত্তিন সোনমেজ এবং নুরেত্তিন উকার ও নুরেত্তিন সোনমেজ ভিন্ন দুইজন ব্যক্তি।

সুতরাং, তুরস্কের ইস্তাম্বুলের বিস্ফোরণের ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ দিরিলিস আরতুগ্রুলের একটি এপিসোডে অভিনয় করা প্রাক্তন স্ত্রী ও মেয়ে নিহত হওয়ার বিষয়টিকে উক্ত টিভি সিরিজের জনপ্রিয় বামসি বেরেক চরিত্রে অভিনয় করা ব্যক্তির স্ত্রী ও মেয়ে নিহত হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img