সম্প্রতি লক্ষ্মীপুরে একটি ঈদগাহ মাঠ ভেঙ্গে ফেলা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি এখন পর্যন্ত আলোচিত দাবির সবচেয়ে ভাইরাল ভিডিওটি ৮ লক্ষ ৮১ হাজারবার দেখা হয়েছে এবং ১৫ হাজার প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়া, ভিডিওটি ৮ হাজার ৪ শতবার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি লক্ষ্মীপুরের নয় বরং এটি ভারতের আসামের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম মহানগর টাইমস এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিও থেকে জানা যায়, ভারতের আসামে বনভূমিতে মাজার তৈরি করার কারণে প্রশাসন জমিটি মুক্ত করেছে।
ভারতীয় গণমাধ্যম Northeast Now এর ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। তবে লক্ষ্মীপুরে কোনো ঈদগাহ মাঠ ভেঙ্গে ফেলার ঘটনা সাম্প্রতিক সময়ে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, ভারতে মাজার ভাঙ্গার দৃশ্যকে লক্ষ্মীপুরে ঈদগাহ মাঠ ভেঙ্গে ফেলার দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Mahanagar Times – Instagram Post
- Northeast Now – Assam evicts 450 families from Goalpara forest land