শুক্রবার, অক্টোবর 4, 2024
spot_img

ইসরায়েল নয় বরং নিজ দেশের জাতীয় সংগীতের সময় উল্টোদিকে তাকিয়ে ছিল আয়ারল্যান্ড ফুটবল দল

সম্প্রতি আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ নারী দল বনাম ইসরায়েল অনূর্ধ্ব-১৭ নারী দলের ফুটবল খেলায় আয়ারল্যান্ডের খেলোয়াড়রা ইসরায়েলের জাতীয় সঙ্গীতের সময় মাঠে উল্টোদিক করে দাঁড়িয়ে থাকায় হিব্রু মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফুটবল

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড়রা ইসরায়েলের জাতীয় সংগীত চলাকালীন উল্টো দিকে দাঁড়িয়ে ছিল না বরং তারা নিজ দেশের অর্থাৎ আয়ারল্যান্ডের জাতীয় সংগীতের সময় উল্টো দিকে ঘুরে দাঁড়ান।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলবেনিয়ান ফুটবল সংস্থা Federata Shqiptare e Futbollit-FSHF এর ইউটিউব চ্যানেলে গত ২৩ ফেব্রুয়ারিতে “Kualifikueset e Europianit U-17 për vajza / Irlandë – Izrael” শীর্ষক শিরোনামে প্রকাশিত আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ নারী দল বনাম ইসরায়েল অনূর্ধ্ব-১৭ নারী দলের ফুটবল ম্যাচটির সম্পূর্ণ ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Youtube

ভিডিও ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যায়, নীল জার্সি পরিহিত খেলোয়াড়রা ইসরায়েল অনূর্ধ্ব-১৭ নারী দলের এবং সবুজ জার্সি পরিহিত খেলোয়াড়রা আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড়। 

উক্ত খেলায় নীল জার্সি পরিহিত অর্থাৎ ইসরায়েল অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড়েরা আগে জাতীয় সংগীত গান। সেসময় সবুজ জার্সি পরিহিত অর্থাৎ আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড়রা পাশেই দাঁড়িয়েই ছিলেন।

Image Collage: Rumor Scanner

ইসরায়েল অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড়দের জাতীয় সংগীত শেষ হলে আয়ারল্যান্ডের জাতীয় সংগীত শুরু হলে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড়েরা উল্টো দিকে ঘুরে দাঁড়ান।

পরবর্তীতে আয়ারল্যান্ড ভিত্তিক ক্রীড়া গণমাধ্যম Irish Mirror এর ওয়েবসাইটে গত ২৩ ফেব্রুয়ারি “FAI deny claim that U-17 team turned back on Israeli National anthem before Euro qualifier” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে আলোচিত দাবির বিষয়ে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) এর একটি বিজ্ঞপ্তি পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইউইএফএ অনূর্ধ্ব-১৭ নারী ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইসরায়েল নারী দলের বিপক্ষে খেলা ম্যাচের শুরুতে জাতীয় সংগীত চলাকালীন উল্টো দিকে ঘুরে তাকানোর বিষয়ে প্রচারিত ভুল ব্যাখ্যার বিষয়ে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন সত্যতা জানাতে চায়”

“ইসরায়েলের জাতীয় সংগীত চলাকালীন দুই দলই একই (সামনের) দিকে তাকানো অবস্থায় ছিলেন। তবে যখন আয়ারল্যান্ডের জাতীয় সংগীত আমহারেন না ভিফান শুরু হয় তখন দেশটির রীতি অনুযায়ী আয়ারল্যান্ডের অন্যান্য ক্রীড়া দলের খেলোয়াড়দের মতোই আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ নারী দলের সদস্যরা নিজ দেশের পতাকার দিকে মুখ করে ঘুরে দাঁড়ান।

পরবর্তীতে আয়ারল্যান্ডের অপর গণমাধ্যম The Irish Times এর ওয়েবসাইটে গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত FAI clarify confusion as Ireland U17s mistakenly accused of turning backs on Israeli flag শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন (আর্কাইভ) থেকেও একই তথ্য জানা যায়।

মূলত, গত ২৩ ফেব্রুয়ারি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের (অনূর্ধ্ব-১৭) আয়ারল্যান্ড নারী দল বনাম ইসরায়েল নারী দলের ম্যাচের শুরুতে নিজ দেশের জাতীয় সংগীত চলাকালীন আয়ারল্যান্ড দলের খেলোয়ারড়েরা উল্টো দিকে ফিরে দাঁড়ান। পরবর্তীতে উক্ত বিষয়টিকেই ইসরায়েলের জাতীয় সংগীত চলাকালীন আয়ারল্যান্ড দলের খেলোয়াড়রা উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড় ইসরায়েলের জাতীয় সংগীত চলাকালীন সামনের দিকেই তাকিয়ে ছিলেন। প্রকৃতপক্ষে আয়ারল্যান্ডের রীতি অনুযায়ী দেশটির অন্যান্য ক্রীড়া দলের খেলোয়াড়দের মতোই আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ নারী দল তাদের দেশের জাতীয় সংগীত চলাকালীন নিজ দেশের পতাকার দিকে তাকাতে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন।

সুতরাং, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের (অনূর্ধ্ব-১৭) আয়ারল্যান্ড নারী দল বনাম ইসরায়েল নারী দল ম্যাচে আয়ারল্যান্ড দলের খেলোয়ারড়েরা ইসরায়েলের জাতীয় সংগীতের সময় উল্টো দিকে তাকিয়ে ছিলেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img