রাউজানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নয়, মারা গেছেন একজন

গত ০৪ এপ্রিল চট্টগ্রামের রাউজানে রাউজান-রাঙামাটি সড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে এক শিশুসহ পাঁচ জন মারা গেছেন দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট নজরে এসেছে রিউমর স্ক্যানারের।

রাউজানে সড়ক

উক্ত দাবিতে ফেসবুক প্রচারিত কিছু পোস্ট দেখুন  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ০৪ এপ্রিল চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নয় বরং একজন মারা গেছেন।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে জাতীয় দৈনিক প্রথম আলোর এ সংক্রান্ত এক প্রতিবেদন থেকে জানা যায়, যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার এই সংঘর্ষে রাইসা মনি নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬ জন। রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের বরাত দিয়ে প্রথম আলো জানাচ্ছে, দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশার ভেতরে থাকা এই শিশুর মাথা থেঁতলে গিয়ে মৃত্যু হয়।  

মূলধারার অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর এই ঘটনা সংক্রান্ত প্রতিবেদনেও রাউজান হাইওয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলামের বরাত দিয়ে একই তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামের স্থানীয় পত্রিকা দৈনিক আজাদীর ওয়েবসাইটে এ সংক্রান্ত খবরে একই তথ্য পাওয়া যায়। 

রাউজন হাইওয়ে থানার পক্ষ থেকেও রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়েছে, এই ঘটনায় এক শিশুই মারা গেছেন। তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় মামলাও হয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ। 

মূলত, গত ০৪ এপ্রিল চট্টগ্রামের রাউজানে রাউজান-রাঙামাটি সড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ পাঁচ জন মারা গেছেন শীর্ষক দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, পাঁচজন নয়, উক্ত দুর্ঘটনায় শুধু একজন শিশু মারা গেছেন। 

সুতরাং, গত ০৪ এপ্রিল চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় একজন মারা যাওয়ার তথ্যকে পাঁচজন মারা যাওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img