ভারতের পাঠ্যবইয়ে প্রেম ও ডেটিং সম্পর্কিত কোনো অধ্যায় যুক্ত হয়নি

সম্প্রতি, ভারতের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) তাদের নবম শ্রেণির পাঠ্যবইয়ে ‘ডেটিং অ্যান্ড রিলেশনশিপ’ নামের একটি অধ্যায় যুক্ত করেছে দাবিতে ভারত ও বাংলাদেশি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে।

ভারতের

উক্ত দাবিতে বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন প্রথম আলো, বিডিনিউজ২৪, সময় টিভি, যমুনা টিভি, এটিএন নিউজ (ইউটিউব), এনটিভি, সংবাদ প্রকাশ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, চ্যানেল২৪, শেয়ার বিজ, ঢাকা ট্রিবিউন, দৈনিক শিক্ষা, দেশ রূপান্তর, বার্তা২৪, ঢাকা পোস্ট, যায়যায়দিন, ডিবিসি নিউজ, বাংলাদেশ মোমেন্টস, ঢাকা প্রকাশ, বাংলাদেশ বুলেটিন, প্রতিদিনের সংবাদ, নিউজজি২৪, বিডি২৪রিপোর্ট, ডেইলি মিরর অব বাংলাদেশ, কিশোর ডাইজেস্ট, শিক্ষা বার্তা, ডেইলি বাংলাদেশ, বাহান্ন নিউজ, পদ্মা নিউজ (ইউটিউব)।

উক্ত দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন এনডিটিভি, নিউজ ১৮, ডেকান হেরাল্ড, ইন্ডিয়া টাইমস, আনন্দবাজার, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, মানি কন্ট্রোল, টাইমস নাও

একই ঘটনাকে বাংলাদেশের দাবি করেও ফেসবুকে একাধিক পোস্ট হতে দেখা গেছে। এমন কিছু পোস্ট দেখুন এখান (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিবিএসই নবম শ্রেণির পাঠ্যবইয়ে ‘ডেটিং এন্ড রিলেশনশিপ’ নামক কোনো অধ্যায় চালু করেনি বরং ‘জি. রাম বুকস প্রা: লি:’ নামক প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত একটি বইয়ের অধ্যায়কে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এর অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ২ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot: X

এই পোস্ট থেকে জানা যায়, কতিপয় গণমাধ্যম ডেটিং এবং রিলেশনশিপের বিষয়ে আপত্তিকর উপাদানসহ একটি বইকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এর প্রকাশনা হিসেবে ভুলভাবে উপস্থাপন করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল তথ্য। প্রকৃতপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অধ্যায়ের বিষয়বস্তুসমূহ ‘জি. রাম বুকস প্রা: লি: ইডুকেশনাল পাবলিশার্স’ নামক প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ‘A Guide to Self Awareness and Empowerment’ নামক একটি বইয়ের। সিবিএসই কোনো ধরণের বই প্রকাশ করে না এবং কোনো বেসরকারি প্রকাশকদের বইয়ের প্রচারণা করে না।

অনুসন্ধনে ‘জি. রাম বুকস প্রা: লি:’ এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ০২ ফেব্রুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত একটি বিবৃতি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

বিবৃতিতে জি. রাম বুকস প্রা: লি: কর্তৃপক্ষ জানায়, “আমাদের প্রকাশনা থেকে ‘A Better You: A Guide to Self-Awareness & Empowerment’ নামক বইয়ের ‘ডেটিং এবং রিলেশনশিপস’-এর ওপর রচিত একটি অধ্যায়ের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া বিপুল সমর্থন এবং ইতিবাচক প্রতিক্রিয়ায় আমরা অভিভূত।”

“আমরা আরও স্পষ্ট করতে চাই যে আমাদের এই বইগুলো সিবিএসই বা ন্যাশনাল কাউন্সিল অব ইডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেইনিং (এনসিইআরটি) দ্বারা প্রকাশিত হয়নি। সেগুলো আমাদের দ্বারা অর্থাৎ জি. রাম বুকস প্রা: লি: কর্তৃক নিজস্ব চিন্তাভাবনা এবং দায়িত্বের সাথে স্কুল শিক্ষার্থীদের ইতিবাচক মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রকাশ করা হয়েছে। 

এ বিষয়ে আরো জানতে জি. রাম বুকস প্রা: লি: এর নির্বাহী পরিচালক টেন্সি মঙ্গলের সাথে কথা বলেছে রিউমর স্ক্যানার টিম। তিনি আমাদের বলেছেন, “এই বইটি প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য। অনেক বিদ্যালয়েই এটি পড়ানো হয়। বইটি কোভিডের পর প্রকাশিত হয় এবং কত মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তা দেখেই বইটি লেখা হয়েছিল।”

টেন্সির কথার সাথে মিল পাওয়া যায় এক্সে এক ব্যক্তির পোস্টের। ‘Khushi’ নামের একটি অ্যাকাউন্ট থেকে গত ৩১ জানুয়ারি এ বিষয়ে সম্ভাব্য প্রথম দাবিটি প্রচারিত হয়েছিল। তিনি বইটির দুইটি পৃষ্ঠার ছবি প্রকাশ (আর্কাইভ) করে ক্যাপশনে লিখেন, ‘এখনকার নবম শ্রেণির ক্লাসের পাঠ্যবই যেমন হয়।’ ভাইরাল হওয়া এই পোস্টে তার কমেন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি এটিকে সিবিএসই এর বই বলে দাবি করছেন। বলছেন, এটি তার ভাইয়ের পাঠ্যবইতে তিনি দেখেছেন। 

Screenshot collage: Rumor Scanner

পরবর্তীতে তিনি গত ০২ ফেব্রুয়ারি সিবিএসই এর দেওয়া বিবৃতিটি শেয়ার করে স্বীকার করেন যে, এটি সিবিএসই কর্তৃক সুপারিশকৃত বই নয়। স্কুলগুলো নিজেরা স্ব-প্রণোদিত হয়ে বইটি পড়াচ্ছে।

Screenshot: X

অর্থাৎ, টেন্সি মঙ্গল এবং জনৈক খুশির বার্তা থেকে এটা নিশ্চিত যে, সিবিএসই এই বইটি প্রকাশ না করলেও ভারতের বিভিন্ন বিদ্যালয়ে এই বই পড়ানো হয়। 

তাছাড়া, সিবিএসই কর্তৃক প্রকাশিত সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সিলেবাসেও এই বইটির বিষয়ে উল্লেখ নেই। সিলেবাসটি দেখুন এখানে।

মূলত, ‘A Guide to Self Awareness and Empowerment’ শীর্ষক একটি বই ভারতের জি. রাম বুকস প্রা: প্রকাশনা থেকে প্রকাশিত হয়। যাতে ‘ডেটিং এবং রিলেশনশিপস’-এর ওপর রচিত একটি অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে। তবে সম্প্রতি ‘ডেটিং এবং রিলেশনশিপস’ অধ্যায়টি ভারতের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এর পাঠ্যক্রমের নবম শ্রেণির পাঠ্য বইয়ের অধ্যায় দাবিতে গণমাধ্যমে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে দেখেছে, এটি ভারতের নবম শ্রেণির পাঠ্যবই নয়। এই বই সিবিএসই প্রকাশ করেনি। এমনকি স্কুলে পড়ানোর জন্য সুপারিশও করেনি। তাছাড়া, কোভিডের পর এটি প্রকাশিত হলে তখন থেকেই এটি বিভিন্ন বিদ্যালয়ে পড়ানো হচ্ছে বলে প্রকাশনা সংস্থার পক্ষ থেকে রিউমর স্ক্যানারকে জানানো হয়েছে।

সুতরাং, একটি স্বাধীন প্রকাশনা সংস্থার বইয়ে ‘ডেটিং এবং রিলেশনশিপস’ এর রচিত অধ্যায় থাকার তথ্যকে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পাঠ্যক্রমের নবম শ্রেণির বইয়ের অধ্যায় দাবিতে গণমাধ্যমে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • CBSE – X Post
  • G. Ram Books (P) Ltd. – X Post 
  • Statement from Tency Mangal, G.ram Books Pvt Ltd
  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img