গাইবান্ধায় দাফনের ৯ মাস পর এক বৃদ্ধার কবর থেকে ফিরে আসার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “গাইবান্ধায় ৯ মাস পর কবর থেকে উঠে এলেন নারী!” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

এছাড়া টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গাইবান্ধায় এক বৃদ্ধার মৃত্যুর ৯ মাস পর কবর থেকে উঠে আসার দাবিতে প্রচারিত তথ্যটি সত্য নয় বরং ঐ বৃদ্ধাটি পদ্ম রানী নামের জীবিত ভিন্ন একজন ব্যক্তি।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, দেশীয় মূলধারার সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এর অনলাইন সংস্করণে ১১ মে “গাইবান্ধায় মৃত বৃদ্ধার ফিরে আসার গুজবে উৎসুক জনতার ভিড়” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, দেশীয় মূলধারার সংবাদমাধ্যম ‘Jamuna Television’ এর অনলাইন সংস্করণে একই দিনে অর্থাৎ গত ১১ মে “দাফনের ৯ মাস পর কবর থেকে হঠাৎ বাড়িতে ফিরেছেন নারী, গুজব ঘিরে চাঞ্চল্য গাইবান্ধায়” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০২১ সালের ২৮ আগষ্ট গাইবান্ধায় বাছিরন বেওয়া নামের ৯৫ বছর বয়সী এক নারী মারা যান। গতকাল ১১ মে গাইবান্ধার ডেভিড কোম্পানীপাড়া সংলগ্ন রেলস্টেশনে অপরিচিত এক বয়ষ্ক নারীর আগমন ঘটে যিনি দেখতে অনেকটা ৯ মাস পূর্বে মৃত বাছিরন বেওয়ার মতো। ঐ নারীর আগমনের খবর পেয়ে বাছিরন বেওয়ার মেয়ে মাজেদা রেলস্টেশনে গিয়ে ঐ বৃদ্ধাকে তার মা বলে দাবি করে নিজ বাড়িতে নিয়ে আসেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে, ৯ মাস আগে মৃত বৃদ্ধা হঠাৎ এলাকায় ফিরে এসেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, উক্ত বিষয়ে গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, “বৃদ্ধার বয়স আনুমানিক ৭০ বছর হবে। তার নাম পদ্ম রানী বলে তিনি জানান। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং তিনি ভুল করে ট্রেনে করে সাতক্ষীরা থেকে গাইবান্ধায় এসেছেন। তিনি মাজেদার মা নন, এ কথা লোকজনকে বুঝিয়ে বলে সরিয়ে দেওয়া হয়েছে। ওই বৃদ্ধার স্বজনদের খোঁজ পাওয়া না গেলে তাঁকে বৃদ্ধাশ্রমে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।”

এছাড়া, ঐ এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেছেন, “৯ মাস আগে তাঁদের এলাকার বাসিন্দা বৃদ্ধা বাছিরন বেওয়া মারা যান। তাঁকে দাফন করা হয়। তিনি ফিরে এসেছেন, এটা সম্পূর্ণ গুজব।”

সুতরাং, গত বুধবার ট্রেনে সাতক্ষীরা থেকে গাইবান্ধায় আসা পদ্ম রানী নামের আনুমানিক ৭০ বছর বয়সী বৃদ্ধাকে গাইবান্ধার মাজেদা বেগমের মা মৃত বাছিরন বেওয়া মৃত্যুর ৯ মাস পর কবর থেকে উঠে এসেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img