NID নাম্বার অনুযায়ী একাউন্ট খোলা হোক প্রধানমন্ত্রীর কাছে মাশরাফির দাবীর বিষয়টি গুজব

যা ভাইরাল হচ্ছে 

 

আসল তথ্য

সম্প্রতি, “প্রধানমন্ত্রীর কাছে মাশরাফি অনুরোধ জানিয়েছেন যেন সবার ভোটার আইডি কার্ডের নাম্বার অনুযায়ী ব্যাংক একাউন্ট খুলে সবাইকে ত্রানের টাকা পাঠিয়ে দেয়া হয়, তাহলে আর ত্রান চুরি হবেনা” এই মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়। তবে দাবীটি সম্পূর্ণ অসত্য এবং গুজব মাশরাফির পক্ষ থেকে এমন কোনো স্টেটমেন্ট দেয়া হয়নি এবং বিষয়টি সম্পূর্ণ ইচ্ছা প্রনোদিতভাবে ফেসবুকে ভাইরাল করা হয়েছে। তবে অনুসন্ধান থেকে নিশ্চিত হই, মাশরাফির নাম জরিয়ে বিষয়টি ভাইরাল হওয়ার ২ দিন পূর্বে (২০ এপ্রিল রাত ১০ টায় ) “শফিকুল আলম শাহীন ” নামে এক ব্যক্তি তার নিজের ভোটার আইডির ছবিসহ এই আইডিয়ার বিষয়ে ফেসবুকে পোস্ট করেন। সেখান থেকেই বিষয়টি অনেকে কপি করে পোস্ট করেন এবং তারপরেই মাশরাফির নামের আদলে বিষয়টি ভাইরাল হতে থাকে। অর্থাৎ, মাশরাফির এই অনুরোধের দাবীটি পুরোপুরি অসত্য এবং গুজব।

[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: প্রধানমন্ত্রীর কাছে মাশরাফি অনুরোধ জানিয়েছেন যেন সবার ভোটার আইডি কার্ডের নাম্বার অনুযায়ী ব্যাংক একাউন্ট খুলে সবাইকে ত্রানের টাকা পাঠিয়ে দেয়া হয়, তাহলে আর ত্রান চুরি হবেনা
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img