নিকোলাস পুরাণ তার আইপিএল বেতনের একটি অংশ দান করেছেন, পুরোটা নয়

“নিজের আইপিএল বেতনের পুরো ৪.২ কোটি টাকা ভারতের করোনা মহামারির জন্য দান করলেন ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরাণ” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ সংস্করণ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

টিম রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় নিকোলাস পুরাণের ভারতে করোনা মহামারির জন্য দানের বিষয়টি সত্য কিন্তু পুরাণ তার আইপিএল স্যালারির পুরো অর্থ নয় বরং একটি অংশ দান করেছেন।

গত ৩০ এপ্রিল নিজের টুইটার আইডিতে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে পুরাণ জানান তিনি তার আইপিএল বেতনের একটি অংশ ভারতে করোনা মহামারির জন্য দান করবেন। তবে তিনি মোট কত টাকা দান করবেন সেটা ভিডিওটিতে উল্লেখ করা নেই।

নিকোলাসের ভিডিও প্রকাশের পর ভারতীয় গণমাধ্যম গুলোতেও তার আইপিএল স্যালারির একটি অংশ উল্লেখ করে সংবাদ প্রচারিত হয়েছে। হিন্দুস্তান টাইমসের শিরোনামটি হুবুহু তুলে ধরা হলোঃ Pooran to donate portion of IPL salary, PBKS to help provide oxygen concentrators for India’s fight against Covid-19

যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় নিকোলাস পুরাণ তার বেতনের একটি অংশ দান করেছেন।

এছাড়া দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ইন্ডিয়া টুডের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।

উল্লেখ্য, নিকোলাস পুরাণের ২০২১ সালের আইপিএল বেতন ৪.২ কোটি রুপী।

অর্থাৎ, ক্যারিবিয়ান ক্রিকেটার পুরাণের ভারতে করোনা মহামারিতে দানের বিষয়টি সত্য হলেও আইপিএল স্যালারির সম্পূর্ণ টাকা দানের তথ্যটি বিভ্রান্তিকর এবং গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আইপিএল বেতনের পুরো ৪.২ কোটি টাকা ভারতে করোনা মহামারিতে দান করলেন নিকোলাস পুরাণ
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

আরও পড়ুন

spot_img