সম্প্রতি, ‘ইসরায়েল কে মনো সমর্থন দেওয়ায় ড. ইউনুস কে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু’ শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ইসরায়েল কে মনো সমর্থন দেওয়ায় ড. ইউনুস কে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু’ শীর্ষক শিরোনামে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহুও কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০৬ অক্টোবর, ২০২৪ উল্লেখ রয়েছে।
লোগো এবং প্রকাশের তারিখের সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজে গত ০৬ অক্টোবর প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, যমুনা টিভির ফেসবুক পেজে গত ০৬ অক্টোবর প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইন ও ছবির সাথে আলোচিত ফটোকার্ডের হুবহু মিল পাওয়া যায়। তবে যমুনার এই ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডে শিরোনামের পার্থক্য রয়েছে।
অর্থাৎ, যমুনার টিভির এই ফটোকার্ডটিকে এডিট করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অধিকতর নিশ্চিতের জন্য যমুনা টিভির নিউ মিডিয়া এডিটর রুবেল মাহমুদদের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন, ফটোকার্ডটি ভুয়া। যমুনা টিভি এমন কোনো সংবাদ প্রকাশ করেনি।
সুতরাং, ‘ইসরায়েল কে মনো সমর্থন দেওয়ায় ড. ইউনুস কে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু’ শীর্ষক শিরোনামে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Jamuna Television- Facebook Post
- Statement from Rubel Mahmud, New Media Editor, Jamuna Tv
- Rumor Scanner’s Own Analysis