সম্প্রতি, “আল্লামা ইকবালের পুত্রবধূ ও পাকিস্তান হাইকোর্টের সাবেক সাবেক জাজ নাসিরা জাভেদ ইকবাল ইমরানের পতনের পিছনে আমেরিকান ভূমিকা নিয়ে একটি কলাম লিখেছেন।” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে । আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে
প্রশংসা করে প্রচারিত মন্তব্যটি দেশটির সাবেক বিচারপতি নাসিরা জাভেদ ইকবালের নয় বরং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত মন্তব্যটি নাসিরা জাভেদ ইকবালের দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
গুজবের উৎপত্তি
অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি পাকিস্তান থেকে ব্যবহৃত কিছু ফেসবুক আইডি ও পেজে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির সাবেক বিচারপতি নাসিরা জাভেদ ইকবাল প্রশংসা করেছেন দাবিতে একটি তথ্য প্রচার করা হয়। যা পরবর্তীতে কপি-পেস্টের মাধ্যমে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরাও সামাজিক মাধ্যমে প্রচার করেছেন।
উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান করে, পাকিস্তানের গণমাধ্যম “Geo News” এর ওয়েবসাইটে গত ১৮ এপ্রিলে “A fake post circulating on social media associated with Justice (r) Nasira Javed” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, আলোচিত বিষয়টি নিয়ে পাকিস্তানের ফাটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ‘Uzair Salman‘ এর ব্যক্তিগত ফেসবুক আইডি হতে গত ১৯ এপ্রিল প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে তিনি নাসিরা জাভেদ এর সাথে হওয়া তার হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটি স্ক্রিনশট সংযুক্ত করেছেন। উক্ত কথোপকথনে নাসিরা জাবেদ তার বরাতে ইমরান খানকে প্রশংসা করে প্রচারিত মন্তব্যকে মিথ্যা বলে নিশ্চিত করেছেন।
মূলত, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনকে কেন্দ্র করে কোনো প্রকার তথ্যসূত্র ছাড়া সাবেক বিচারপ্রতি নাসিরা জাভেদ ইকবালের বরাত দিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসামূলক একটি মন্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে নাসিরা জাভিদ ইকবাল পাকিস্তানের গণমাধ্যম “Geo News” কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার বরাত দিয়ে প্রচারিত মন্তব্যটি তার পক্ষ থেকে করা হয়নি এবং আরও জানিয়েছেন কোনো ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাউন্ট নেই।
প্রসঙ্গত, পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশনে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির প্রেক্ষিতে গত ৯ এপ্রিলে ক্ষমতাচ্যুত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে গত ১১ এপ্রিলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শাহবাজ শরিফ।
সুতরাং, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে করা একটি প্রশংসামূলক মন্তব্যকে দেশটির সাবেক বিচারপতি নাসিরা জাভেদ ইকবালের মন্তব্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: আল্লামা ইকবালের পুত্রবধূ ও পাকিস্তান হাইকোর্টের সাবেক সাবেক জাজ নাসিরা জাভেদ ইকবাল ইমরানের পতনের পিছনে আমেরিকান ভূমিকা নিয়ে একটি কলাম লিখেছেন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Geo News Youtube – https://youtu.be/-oxYcf-ovEM
- Geo News – https://www.geo.tv/shows/geo-pakistan/412231-a-fake-post-circulating-on-social-media-associated-with-justice-r-nasira-javed
- Uzair Salman FB Post – https://www.facebook.com/100001327045299/posts/4978655158855336/