জুলাই অভ্যুত্থানকে হেয় করে নাফসিন মেহনাজের মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজসহ আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন পেজ এবং আইডি থেকে জুলাই অভ্যুত্থানকে হেয় করে ভিন্ন পোস্ট করতে দেখা যায়। যার মধ্যে #julycdi শীর্ষক একটি ক্যাম্পেইন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর প্রেক্ষিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনকারী নাফসিন মেহনাজও উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

ভিডিওটিতে তাকে, ‘প্লিজ এক্সকিউজ মাই ল্যাংগুয়েজ টুডে। বাট, জুলাই চুদি।’ শীর্ষক মন্তব্য করতে শোনা যায়। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নাফসিন মেহনাজের আলোচিত ক্যাম্পেইনে অংশ নিয়ে ভিডিও প্রচারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, জাতীয় নাগরিক পার্টি কর্তৃক জুলাই ঘোষণাপত্র পাঠের ঘোষণার সমালোচনা করে তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তার বক্তব্যের সাথে ‘জুলাই চুদি’ শীর্ষক ভয়েসওভার যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার তার বক্তব্যের ‘প্লিজ এক্সকিউজ মাই ল্যাংগুয়েজ টুডে। বাট’ অংশের সাথে পরবর্তী অংশ ‘জুলাই চুদি’-এর ভয়েসের পার্থক্য লক্ষ্য করে। এছাড়াও শেষের অংশে তার ভিডিওটি ফ্রিজ হয়ে থাকতেও দেখা যায়।

পরবর্তীতে আলোচিত ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে Nafsin Mehanaz Azireen এর ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর শুরু অংশের সাথে আলোচিত ভিডিওর শুরুর অংশের হুবহু মিল রয়েছে। তবে উক্ত ভিডিওটিতে তাকে ‘প্লিজ এক্সকিউজ মাই ল্যাংগুয়েজ টুডে। বাট, জুলাই চুদি।’ শীর্ষক মন্তব্যের পরিবর্তে ‘প্লিজ এক্সকিউজ মাই ল্যাংগুয়েজ টুডে। বাট, জুলাই কারো বাপের না।’ শীর্ষক মন্তব্য করতে শোনা যায়। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, আলোচিত ভিডিওটিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিন্ন ভয়েসওভার যুক্ত করা হয়েছে।

আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করার ঘোষণার প্রেক্ষিতে ভিডিওটিতে নাফসিন মেহনাজকে, ‘জুলাই কারো বাপের না। সর্বদলীয় আম জনতার জুলাই কোন দলীয় সম্পত্তি না। কোন রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করার অধিকার রাখে না।’ শীর্ষক মন্তব্য করতে শোনা যায়। 

এছাড়াও ভিডিওটিতে তিনি আরও বলেন, ‘এই ঘোষণাপত্র এককভাবে কোন দল নিজেদের মত করে পাঠ করতে চাইলে ওই সকল মানুষকে অবমাননা করা হবে যারা নিঃস্বার্থভাবে রাজপথে নেমেছিল। জুলাইয়ের বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে। সেই জুলাই এককভাবে দখল করার অধিকার কে দিয়েছে আপনাদের এবং এককভাবে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত কোন সাহসে আপনারা নিলেন?’

সুতরাং, জুলাই আন্দোলনকারী শিক্ষার্থী নাফসিন মেহনাজ #julycdi শীর্ষক ক্যাম্পেইনে অংশ নিয়ে ভিডিও করেছেন শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img