মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

নাফিসা কামালের নামে ভুয়া এক্স অ্যাকাউন্ট থেকে সাকিবকে নিয়ে পোস্ট

সম্প্রতি, টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে জয়লাভ করে বাংলাদেশ। এরই প্রেক্ষিতে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল সাকিব আল হাসানকে শুভকামনা জানিয়েছেন শীর্ষক দাবিতে একটি এক্স (সাবেক টুইটার) পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত উক্ত পোস্টের স্ক্রিনশট সম্বলিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি পোস্ট প্রায় ৬০ লাখ বার দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ৪০ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে এবং ৪৭৩ টি মন্তব্য করা হয়েছে। পাশাপাশি, পোস্টটি ৯৫ বার শেয়ার করা হয়েছে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাকিব আল হাসানকে নিয়ে সম্প্রতি নাফিসা কামাল এক্সে কোনো পোস্ট করেননি বরং, নাফিসা কামালের নামে চালু থাকা ভুয়া একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে করা পোস্টকে নাফিসা কামালের পোস্ট দাবিতে প্রচার করা হয়েছে। 

নাফিসা কামালের বরাতে প্রচারিত পোস্টটির বিষয়ে অনুসন্ধানে ‘Nafisa Kamal’ নামক একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে গত ২১ আগস্ট সন্ধ্যা ৭ টা ১৬ মিনিটে করা একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

Screenshot: X

উক্ত পোস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়লাভের জন্য সাকিব আল হাসানকে শুভ কামনা জানানো হয়। 

এছাড়া, অ্যাকাউন্টটি থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সমালোচনা করে পোস্ট দিতে দেখা যায়। এমনকি বিভিন্ন অ্যাডাল্ট পোস্টও দিতে দেখা যায়। দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

Screenshot College By Rumor Scanner 

পরবর্তীতে নাফিসা কামালের মূল এক্স অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায়। এই অ্যাকাউন্টে  নাফিসা কামাল সর্বশেষ এ বছরের ১৬ জুলাই পোস্ট দেন।  

এছাড়া, নাফিসা কামালের ফেসবুক অ্যাকাউন্টটি সক্রিয় নেই এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ব্যক্তিগত করে রাখা হয়েছে। 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়লাভ করায় সাকিব আল হাসানকে নাফিসা কামাল কর্তৃক শুভকামনা জানানোর দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img