ফিনল্যান্ডের অধিকাংশ মানুষ নাস্তিক নয় 

গত মার্চ মাসে, “বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। ঐ দেশের বেশিরভাগ মানুষ নাস্তিক” শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচারিত হয়েছে।

ফিনল্যান্ডের

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফিনল্যান্ডের অধিকাংশ মানুষ নাস্তিক নন বরং ফিনল্যান্ডের অধিকাংশ মানুষ খ্রিষ্টান ধর্মের অনুসারী।

অনুসন্ধানের শুরুতেই সোস্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট  Asad Noor এর পেজে প্রকাশিত পোস্টটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, আলোচিত পোস্টটি গত ২৫ মার্চ প্রকাশের একদিন পর অর্থাৎ ২৬ মার্চ সম্পাদনা করা হয়েছে। 

Source: Facebook Screenshot 

২৫ মার্চ প্রকাশিত পোস্টটিতে দাবি করা হয়, “বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। সেখানকার ৯০% মানুষ নাস্তিক”

পরবর্তীতে, ২৬ তারিখ পোস্টটি সম্পাদনা করে “৯০% মানুষ” শব্দের স্থলে “বেশিরভাগ মানুষ” শব্দ যুক্ত করে পোস্টটি প্রচার করা হয়।

এছাড়াও, পোস্টটিতে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এর ওয়েবসাইটে “2022 Report on International Religious Freedom: Finland” শীর্ষক শিরোনামের একটি রিপোর্ট খুঁজে পাওয়া যায়। 

Source: U.S. Department of State

উক্ত রিপোর্ট থেকে জানা যায়, ২০২২ সালের মাঝামাঝি সময়ের ফিনল্যান্ডের জনসংখ্যা ছিল ৫.৬ মিলিয়ন। যার মধ্যে ৬৬.৬ শতাংশ মানুষ ইভানজেলিক্যাল লুথেরান চার্চের অনুসারী। ১.১ শতাংশ মানুষ অর্থডক্স চার্চের অনুসারী। তবে, ফিনল্যান্ডের ৩০.৫ শতাংশ মানুষ কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী নন।

পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইটে “Finland” শীর্ষক শিরোনামের একটি ওয়েবপেজ খুঁজে পাওয়া যায়।

Source: EU

উক্ত ওয়েবপেজের তথ্যানুসারে, দেশটির ৬৫.২ শতাংশ মানুষ ইভানজেলিক্যাল লুথেরান চার্চের অনুসারী। আর ৩২ শতাংশ মানুষ কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী নন।

এছাড়াও তথ্যবিষয়ক ওয়েবসাইট স্ট্যাটিসটার ওয়েবসাইটে “Population of Finland in 2022, by religious community” শীর্ষক শিরোনামের একটি ওয়েবপেজ খুঁজে পাওয়া যায়।

Source: Statista

স্ট্যাটিসটা’র তথ্যানুসারে, ২০২২ সালে ফিনল্যান্ডের ৩৭৩৫৭৪৬ জন মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। আর ১৭৮১৭৫১ জন মানুষ কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী নন।

অর্থাৎ, ফিনল্যান্ডের অধিকাংশ মানুষ ইভানজেলিক্যাল লুথেরান চার্চের অনুসারী।

মূলত, ফিনল্যান্ডের অধিকাংশ মানুষ নাস্তিক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচারিত হয়। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে ফিনল্যান্ডের অধিকাংশ মানুষ ইভানজেলিক্যাল লুথেরান চার্চের অনুসারী।

সুতরাং, পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের অধিকাংশ মানুষ নাস্তিক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচারিত হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img