সম্প্রতি, “সাকিবের দলে থাকাটাই আমার কাছে হাসি পায় : মুমিনুল” শীর্ষক শিরোনামে একটি সংবাদ দেশীয় মূলধারার সংবাদ মাধ্যমসহ কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ক্রিকেটার মুমিনুল হক ‘সাকিবের দলে থাকাটাই আমার কাছে হাসি পায়’ এরুপ কোনো মন্তব্য করেননি বরং দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজ প্রসঙ্গে তার গণমাধ্যমে দেওয়া বক্তব্যকে আংশিক বিকৃত করে দেশীয় সংবাদ মাধ্যমসহ কিছু ভুঁইফোড় পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় সংবাদমাধ্যম ‘Channel 24 News’ এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৫ মার্চে “ওয়ানডের পর এবার টেস্টেও দক্ষিণ আফ্রিকা জয় করতে চান মুমিনুল হক” শীর্ষক শিরোনামে মুমিনুল হকের সাথে সাংবাদিকদের সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এছাড়া, দেশীয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো” এর অনলাইন সংস্করণে গত ২৭ মার্চে “সবার প্রত্যাশা বেড়ে গেছে, আমার নিজেরও” শীর্ষক শিরোনামে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, বাংলাদেশ ক্রিকেট দলের চলমান দক্ষিণ আফ্রিকা সফরে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে গত ২৫ মার্চ ডারবানে বাংলাদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
উক্ত সাক্ষাৎকারে টেস্টে সাকিবের খেলার অনিশ্চয়তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় উনি থাকাটা, উল্টাটা আরকি। প্রায় সময়তো উনি থাকে না, থাকাটা লাকি/আনলাকি। যদিও জিনিসটা আমি মানিয়ে নিয়ে ফেলেছি। উনি থাকলে টিম কম্বিনেশন সহজ হয়, একটা অতিরিক্ত ব্যাটার, একটা বাড়তি বোলার খেলানো যায়।’
Also Read: তামিম নয়, আমার সাফল্যের নেপথ্যে এবি ডি ভিলিয়ার্স শীর্ষক কোনো মন্তব্য করেনি ইয়াসির
উল্লেখ্য, “প্রায় সময়তো উনি থাকে না” এই কথাটি বলার সময়ে মুমিনুল এর হাসিকে কেন্দ্র করেই তার উক্ত বক্তব্য আংশিক বিকৃত করে কালের কণ্ঠ এর অনলাইন সংস্করণে গত ২৫ মার্চ “সাকিব ভাইয়ের দলে থাকাটাই আমার কাছে হাসি পায় : মুমিনুল” শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয় (আর্কাইভ)। পরবর্তীতে, উক্ত প্রকাশিত সংবাদের বিস্তারিত প্রতিবেদন হুবহু কপি করে কিছু ভূঁইফোড় অনলাইন পোর্টাল একই বিভ্রান্তিকর দাবিতে মুমিনুল হকের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে। আর্কাইভ দেখুন, এখানে এবং এখানে।
প্রসঙ্গত, পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় বাংলাদেশ ক্রিকেট দলের চলমান দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ শেষ করেই গত ২৪ মার্চ দেশে ফিরেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে, পারিবারিক পরিস্থিতি বুঝে আবার দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেন তিনি।
সুতরাং, মুমিনুল হকের বক্তব্যকে আংশিক বিকৃত করে “সাকিবের দলে থাকাটাই আমার কাছে হাসি পায়” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: সাকিবের দলে থাকাটাই আমার কাছে হাসি পায় : মুমিনুল
- Claimed By: Facebook Posts & Media Outlets
- Fact Check: Misleading
[/su_box]