ঢাকায় কনসার্টে আতিফ আসলামকে এক তরুণীর জড়িয়ে ধরার ভিডিওটি সাম্প্রতিক নয় 

গত ২৯ নভেম্বর পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত একটি কনসার্টে অংশ নিয়ে সংগীত পরিবেশন করেন। কনসার্টটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে সম্প্রতি ‘ঢাকার আর্মি স্টেডিয়ামের মঞ্চে আতিফ আসলামকে জড়িয়ে ধরলেন এক তরুণী’ শীর্ষক দাবিতে একটি ভিডিও কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি গত ২৯ নভেম্বরের ঘটনা। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷ 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সংগীতশিল্পী আতিফ আসলামকে ঢাকার মঞ্চে কনসার্ট চলাকালে এক তরুণীর জড়িয়ে ধরার ঘটনাটি গত ২৯ নভেম্বরের নয় বরং, গত ১৯ এপ্রিল ঢাকায় আয়োজিত তাঁর অন্য একটি কনসার্টের ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হয়েছে৷ 

অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Sanvi Ahamed Maruf নামের ফেসবুক অ্যাকাউন্টে গত ২০ এপ্রিল “Atif Aslam came to Bangladesh. Then the Bangladeshi girl approached him” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।  উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

উক্ত পোস্টে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, ব্লুজ কমিউনিকেশন নামক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে গত ১৮ ও ১৯ এপ্রিল দুইদিন ব্যাপী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত কনসার্টে ১৯ এপ্রিল গান পরিবেশন করেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম।

অর্থাৎ, নারী ভক্ত কর্তৃক আতিফ আসলামকে জড়িয়ে ধরার মুহূর্তের ভিডিওটি গত ১৯ এপ্রিল ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত কনসার্টের।

সুতরাং, গত ২৯ নভেম্বরের কনসার্টে এক নারী ভক্ত  কর্তৃক আতিফ আসলাম জড়িয়ে ধরার দাবিতে তাঁর পুরোনো একটি কনসার্টের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img