সম্প্রতি, দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শ্রেণীর শিক্ষা কার্যক্রম ৩ মাসের জন্যে বন্ধ থাকবে দাবিতে ‘১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুল আবারো ৩ মাসের জন্য বন্ধ রাখার সিন্ধাত্ব নিলেন ৮ জুন থেকে বন্ধ থাকবে’ শীর্ষক একটি দাবি ভিডিওর মাধ্যমে টিকটকে প্রচার করা হয়েছে।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত উক্ত দাবির একটি ভিডিওই দেখা হয়েছে প্রায় ২৯ লাখ ৭৩ হাজার ২৭০ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৬৮ হাজার ৫৭৪ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে।
টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শ্রেণীর (১ম-১০ম) শিক্ষা কার্যক্রম বন্ধের আলোচিত সংবাদটি বর্তমান সময়ের নয় বরং, ২০২৩ সালের জুন মাসে দেশব্যাপী তীব্র তাপ প্রবাহের কারণে দেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধের ঘোষণার একটি সংবাদের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো এবং ‘আগামীকাল সকল মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা’ শীর্ষক লেখাটির সূত্র ধরে Independent Television এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৮ জুন তীব্র গরমের কারণে এবার বন্ধ মাধ্যমিক স্কুল || High School Closed শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে উক্ত ভিডিও প্রতিবেদনের মিল রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে দেশব্যাপী তীব্র তাপ প্রবাহের সম্ভাবনা থাকার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় ২০২৩ সালের ৫ থেকে ৮ জুন পর্যন্ত সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরও এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৮ জুন দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
এছাড়াও সেসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘটনায় BBC News বাংলা-র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি বর্তমান সময়ের নয়।
মূলত, তীব্র তাপ প্রবাহের কারণে ২০২৩ সালের জুন মাসের ৫-৮ তারিখ পর্যন্ত মোট ৪ দিনের জন্যে দেশের প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়। পরবর্তীতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তাপ প্রবাহের সতর্কবার্তায় ৭ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৮ জুন দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানও বন্ধ ঘোষণা করে। উক্ত ঘটনায় ইনডিপেনডেন্ট টিভিতে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনকে সম্প্রতি, ‘১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুল আবারো ৩ মাসের জন্য বন্ধ রাখার সিন্ধাত্ব নিলেন ৮ জুন থেকে বন্ধ থাকবে’ শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, ২০২৩ সালের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার সংবাদকে সাম্প্রতিক ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Independent Television: তীব্র গরমের কারণে এবার বন্ধ মাধ্যমিক স্কুল || High School Closed
- BBC NEWS বাংলা: তীব্র গরমে এবার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
- Rumor Scanner’s Own Analysis