বিগত বেশ কয়েক দশক ধরেই দফায় দফায় ইসরায়েলের সাথে লেবাননের সংঘর্ষ হয়েছে যা সাম্প্রতিক সময়েও বেশ উত্তেজনার সৃষ্টি করেছে দুই দেশের মধ্যে। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এটি নতুন গতি পেয়েছে। রকেট হামলা, বিস্ফোরণসহ নানামুখী হামলায় অসংখ্য মানুষের প্রাণহানিও ঘটেছে। এরই প্রেক্ষিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ব্যাপকভাবে দাবি প্রচার করা হয়েছে যে, লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ প্রতিবেদন দেখুন চ্যানেল২৪, ডিবিসি নিউজ, যায়যায়দিন, দেশ রূপান্তর, বাংলাদেশ প্রতিদিন, মানবকণ্ঠ, ঢাকা মেইল, বাংলাদেশ জার্নাল, এসএ টিভি (ফেসবুক), দ্য মিরর এশিয়া, দৈনিক এশিয়া বাণী, এশিয়ান মিরর, বাংলাদেশ টাইমস, ভোরের কাগজ, ভোরের পাতা, ঢাকা প্রকাশ, আলোকিত বাংলাদেশ, গ্রামের কাগজ, প্রতিদিনের সংবাদ, বাঙ্গি নিউজ, বিডি২৪রিপোর্ট (ফেসবুক)।
উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
গণমাধ্যম ছাড়াও নেটিজেন কর্তৃক উক্ত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৮০০ এরও অধিক ইসরায়েলি সেনা কেবলমাত্র লেবাননে নিহত হননি বরং গত বছরের ০৭ অক্টোবর থেকে লেবানন ছাড়াও সব ফ্রন্ট বা রণক্ষেত্রে এখন পর্যন্ত ৮০০ এর অধিক সেনা নিহত হয়েছেন। উল্লিখিত সংখ্যাটিতে লেবানন ছাড়াও অন্যান্য অঞ্চল যেমন গাজায় নিহত ইসরায়েলি সেনারাও অন্তর্ভুক্ত।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত সংবাদ প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করলে তাতে দাবিটির সূত্র হিসেবে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের বিষয়ে উল্লেখ করা হয়৷ কিছু গণমাধ্যমে নির্দিষ্টভাবে গত ২০ নভেম্বরে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়। “IDF announces Sgt.-Maj. Eitan Ben Ami, killed in southern Lebanon” শিরোনামে জেরুজালেম পোস্টে প্রকাশিত উক্ত সংবাদ প্রতিবেদনটি থেকে জানা যায়, সার্জেন্ট মেজর এইতান বেন আমি সম্প্রতি দক্ষিণ লেবাননে নিহত হয়েছেন এবং এর ফলে IDF (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) এর হিসাব অনুযায়ী গত বছরের ০৭ অক্টোবর থেকে নিহত সেনা সংখ্যা দাঁড়ালো ৮০২। উল্লেখ্য যে, উক্ত প্রতিবেদনে নিহত সেনা সংখ্যা ৮০২ জন উল্লেখ করা হলেও উল্লিখিত নিহতদের যুদ্ধের অবস্থান বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। তাছাড়া, প্রতিবেদনটি পরদিন ২১ নভেম্বরে হালনাগাদ করা হয়েছে। হালনাগাদের পূর্বের সংস্করণ পাওয়া যায়নি।
এরই সূত্রে আইডিএফের ওয়েবসাইটে “war dead whose names were allowed 813 to be published” (স্বয়ংক্রিয়ভাবে ভাষান্তরিত) শিরোনামে একটি তালিকা পাওয়া যায়। তালিকাটিতে যুদ্ধে নিহত হওয়া সেনাদের নাম, সংক্ষিপ্ত পরিচয় ও সংক্ষিপ্ত বর্ণনা পাওয়া যায়। তালিকাটি পর্যবেক্ষণ করলে দেখা যায় তালিকাটি নিয়মিত হালনাগাদ হয়ে থাকে। এই প্রতিবেদনটি প্রকাশকালীন সময়ে সর্বশেষ হালনাগাদকৃত সংখ্যাটি ৮১৩ জন।
আলোচিত দাবিতে প্রচারিত প্রতিবেদন প্রকাশকালীন সময় তথা ২০ নভেম্বরের পূর্বে যুদ্ধে নিহত সেনাদের তালিকা পর্যবেক্ষণ করলে তাতে একাধিক সেনাসদস্যের নাম তালিকাভুক্ত থাকতে দেখা যায়, যারা গাজা স্ট্রিপে নিহত হয়েছিলেন। অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, উল্লিখিত তালিকাটি কেবলমাত্র লেবাননে নিহত ইসরায়েলি সেনাদের নয়। বরং লেবাননের পাশাপাশি অন্যান্য অঞ্চলের সাথেও যুদ্ধে নিহত ইসরায়েল সেনাদের সম্মিলিত সংখ্যা।
লেবাননে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যার বিষয়ে অনুসন্ধান করলে ভয়েস অফ আমেরিকার ওয়েবসাইটে গত ১৩ নভেম্বরে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সাথে যুদ্ধে ৪৭ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার যোগাযোগ করে ইসরায়েলি ফ্যাক্টচেকার Uria Bar-Meir এর সাথে। তিনি নিশ্চিত করেন, প্রচারিত ৮০০ এর অধিক সংখ্যাটি কেবলমাত্র লেবানন নয় বরং গত বছরের ০৭ অক্টোবর থেকে গাজা ও লেবাননে নিহত মোট সেনা সংখ্যা। যার মধ্যে কেউ কেউ উক্ত যুদ্ধগুলোর দরুন ইসরায়েলি এলাকায় নিহত হয়েছিলেন। এছাড়াও ইন্সটিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের (আইএনএসএস) বরাতে তিনি জানান, লেবাননে বা নর্দার্ন ফ্রন্টে গত বছরের ০৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১২৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন যার মধ্যে ৮০ জন ইসরায়েলি সেনা সদস্য ছিলেন।
তাছাড়া আইএনএসএস এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে তাতে দেখা যায়, গত বছরের ০৭ অক্টোবর থেকে এ বছরের ২৯ নভেম্বর পর্যন্ত লেবাননের হিজবুল্লাহ কর্তৃক ১২৭ জন ইসরায়েলি হতাহতের কথা উল্লেখ করা হয়েছে।
সুতরাং, বিভিন্ন ফ্রন্ট বা রণক্ষেত্রে নিহত হওয়া ৮০০-এর বেশি ইসরায়েলি সেনার সংখ্যা ভুলভাবে শুধুমাত্র লেবাননে নিহত হয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jerusalem Post – IDF announces Sgt.-Maj. Eitan Ben Ami, killed in southern Lebanon
- IDF – 813 חללי המלחמה ששמותיהם הותרו לפרסום
- Statement of Uria Bar-Meir, Israeli Fact-Checker
- Rumor Scanner’s own analysis