ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবারও ৩১ ডিসেম্বর রাত ১২ টা থেকে বিভিন্ন আয়োজনের পাশাপাশি ফানুস আর আতশবাজির ঝলকানিতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের আকাশ ছেয়ে গিয়েছিল। এসব ঘটনায় বিভিন্ন স্থানে কয়েকটি দূর্ঘটনার খবরও পাওয়া যায়। এরই প্রেক্ষিতে আতশবাজির কারণে পাখিদের মৃত্যুর দৃশ্য দাবিতে কিছু ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আতশবাজির কারণে পাখিদের মৃত্যুর দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং, পুরোনো কিছু ছবি ব্যবহার করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Sportsopia নামের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ০১ জানুয়ারি প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত একটি ছবির মিল রয়েছে৷

এছাড়া, Imran Mahmud (ইমরান মাহমুদ) নামের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া। উক্ত পোস্টে ব্যবহৃত দ্বিতীয় ছবির সাথে আলোচিত দাবির আরেকটি ছবির মিল লক্ষ্য করা গেছে৷

অতঃপর, MD Ruhul Amin (মোঃ রুহুল আমিন) নামের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টে পাওয়া ছবিগুলোর সাথে আলোচিত দাবির বাকি ছবিগুলোর মিল দেখা গেছে।


উক্ত পোস্টগুলোতে থার্টি ফার্স্ট পূর্ববর্তী সচেতনতা এবং থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির ক্ষয়ক্ষতি বিষয়ক কথা বলা হয়েছে। তবে ছবিগুলো ঠিক কখন ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও পোস্টগুলোর সময়কাল দেখে এটা নিশ্চিত যে ছবিগুলো ২০২৪ সালের ৩১ ডিসেম্বর বা তার কাছাকাছি সময়ে ধারণ করা হয়নি।
সুতরাং, ইংরেজি নববর্ষ ২০২৫ উদযাপনে আতশবাজির ব্যবহারে পাখিদের মৃত্যুর দৃশ্য দাবিতে পুরোনো ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Sportsopia – Facebook Post
- Imran Mahmud – Facebook Post
- MD Ruhul Amin – Facebook Post
- Rumor Scanner’s Own Analysis