ভিডিওটি মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনার কিছুক্ষণ আগের নয়

সম্প্রতি “মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনার কিছুক্ষণ আগের ভিডিও” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে মূলধারার গণমাধ্যম চ্যানেল ২৪, যমুনা টেলিভিশন, সময় টিভি এবং দ্যা ডেইলি ক্যাম্পাস এর ফেসবুক পেজে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, একাধিক গণমাধ্যমের ফেসবুক পেজসহ ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ এবং পেজ হতে প্রচারিত ভিডিওটি মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনার কিছুক্ষণ আগের নয় বরং ভিডিওটি মিরসরাই দুর্ঘটনার ৫দিন পূর্বে চট্টগ্রামের হাটহাজারী থেকে বাঁশখালী ইকোপার্ক ও চা বাগানে ঘুরতে যাওয়া ভিন্ন আরেকটি ট্যুরিস্ট গ্রুপের।

Screenshot from Jamuna Television & Channel 24 News Facebook Page

মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাইয়ে ওপেন সোর্সের মাধ্যমে দাবিকৃত ভিডিওটিতে থাকা একজনকে খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

এ এইচ সারোয়ার হোসেন নামের এই ব্যক্তি রিউমর স্ক্যানারকে জানান, তারা গত সপ্তাহের রবিবার হাটহাজারী থেকে বাঁশখালী ইকোপার্কে ঘুরতে যান। তার একটি ভিডিও গতকাল শনিবার টিকটকে প্রচার করা হলে তা ভাইরাল হয়ে যায়।

Screenshot from somoynews.tv & The Daily Campus Facebook Page

এছাড়া তিনি রিউমর স্ক্যানারের সঙ্গে তাদের ঘুরতে যাওয়ার বেশ কিছু ছবিও শেয়ার করেন।

উক্ত ছবিগুলোর সাথে মিরসরাইয়ের দুর্ঘটনার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির মাইক্রোবাসের যাত্রীদের মিল খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি মিরসরাইয়ের দুর্ঘটনার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটিতে থাকা A H Abir নামে আরেক ব্যক্তি “মিরসরাইয়ের ১১জনের মৃত্যুর ভিডিও নিয়ে গুজব” শীর্ষক শিরোনামে রবিবার সকালে ফেসবুক লাইভে আসেন।

ফেসবুক লাইভে তিনি বলেন, “গতকাল (শনিবার) বিকালে আমার ছোট ভাই তার টিকটক আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে। ভিডিওতে ক্যাপশন ছিল, ব্যাচেলর পোলাপাইনদের ট্যুর যেমন হয় আর কি। কিন্তু সেখানে একজন কমেন্ট করে বসে, মিরসরাইয়ে দুর্ঘটনায় পতিত ১১ জনই আমরা৷ সেই ভিডিওতে আমি ইউলো (হলুদ) টিশার্টে ছিলাম। সেই টিশার্টেই লাইভে আসলাম৷ ভিডিওটা পুরাটাই গুজব। এটা আমাদের না।”

পরবর্তীতে টিকটকে Sazzad7679 নামের একটি টিকটক একাউন্টে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। (আর্কাইভ)

ভিডিওটির কমেন্টবক্সে Hasnat Newaz নামের একটি আইডি থেকে “এরা হচ্ছে গতকাল যারা মিরেরসরাই ট্রেন এ এক্সিডেন্ট হয়ে মারা যায়” শীর্ষক একটি কমেন্টও খুঁজে পাওয়া যায়।

এছাড়া দাবিকৃত ভিডিওটিতে থাকা ব্যক্তিদের সঙ্গে মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ছবির কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, গত সপ্তাহের রবিবার (২৪ জুলাই) চট্টগ্রামের  হাটহাজারী থেকে বাঁশখালী ইকোপার্ক ও চা বাগানে ঘুরতে যায় হাটহাজারীর সরকারহাটের টুরিস্টদের একটি দল। তাদের এই ভ্রমণের একটি ভিডিও গতকাল শনিবার (৩০ জুলাই) টিকটকে প্রচারিত হলে পরবর্তীতে উক্ত ভিডিওটি গত ২৯ জুলাইয়ে মিরসরাইয়ের দূর্ঘটনার কিছুক্ষণ আগের ভিডিও দাবিতে একাধিক গণমাধ্যমের ফেসবুক পেজসহ বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ এবং পেজ হতে প্রচারিত হয়।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ক্রসিং পার হওয়ার সময় একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা লেগে ১১ জন নিহত হয়েছেন। হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। তারা মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণ করে ফিরছিলেন। 

সুতরাং, মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনার কিছুক্ষণ আগের ভিডিও দাবিতে গণমাধ্য প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার।

তথ্যসূত্র

AH Sarwar Hossain Statement
Sazzad7679 TikTok video
Victim Facebook Live: মিরসরাইয়ের ১১জনের মৃত্যুর ভিডিও নিয়ে গুজব
Daily Star: মিরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১১

আরও পড়ুন

spot_img