সম্প্রতি, “মারা গেলেন ফুটবল এজেন্ট মিনো রাইওলা” শীর্ষক একটি তথ্য দেশীয় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।


ইতালিয়ান ও আন্তর্জাতিক বেশ কিছু সংবাদ মাধ্যমে মিনো রাইওলার মৃত্যুর সংবাদ প্রচারের মাধ্যমে সংবাদটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। দেশীয় একাধিক সংবাদ মাধ্যমেও তার মৃত্যুর সংবাদটি প্রচার করা হয়েছে, দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জনপ্রিয় ফুটবল এজেন্ট মিনো রাইওলা মারা যায়নি বরং তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
অনুসন্ধানের মাধ্যমে, ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর টুইটার অ্যাকাউন্টে ইতালিয়ান সংবাদ সংস্থা আনসাকে উদ্ধৃতি দিয়ে মিনো রাইওলার মৃত্যু সম্পর্কিত একটি টুইট খুঁজে পাওয়া যায়। উক্ত টুইটটিতে বলা হয়েছেঃ
Dr. Alberto Zangrillo from San Raffaele Hospital in Milano tells Ansa on Mino Raiola conditions: “I’m outraged by the phone calls from pseudo-journalists speculating on the life of a man who is fighting to survive”.
যা বঙ্গানুবাদ করলে হয়ঃ মিলানোর সান রাফায়েল হাসপাতালের ডাক্তার আলবার্তো জাংরিলো মিনো রাইওলার শারীরিক অবস্থা সম্পর্কে আনসাকে (ইতালিয়ান সংবাদ সংস্থা) বলেছেন: “আমি নকল-সাংবাদিকদের কাছ থেকে ফোন কল পেতে পেতে বিরক্ত, যারা বেঁচে থাকার জন্য লড়াই করছে এমন একজন মানুষের জীবন নিয়ে অনুমান করছে।”
অর্থাৎ, মিনো রাইওলা মারা যায়নি, তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
এছাড়া, মিনো রাইওলা নিজেই তার ভেরিফাইড টুইটার একাউন্টে একটি টুইটের মাধ্যমে তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মূলত, বিখ্যাত ফুটবল এজেন্ট মিনো রাইওলার মৃত্যুর সংবাদ বাংলাদেশসহ প্রচারিত হওয়ার মাধ্যমে ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে মিনো রাইওলা নিজের ভেরিফাইড টুমূলত, বিখ্যাত ফুটবল এজেন্ট মিনো রাইওলার মৃত্যুর সংবাদটি সামাজিক মাধ্যমগুলোতে প্রচারিত হওয়ার মাধ্যমে ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে মিনো রাইওলা নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করার মাধ্যমে তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মিনো রাইওলা একজন ফুটবল এজেন্ট যিনি পল পগবা, এরলিং হালান্ড সহ অনেক ইউরোপীয় ফুটবলের শীর্ষ তারকার এজেন্ট।
সুতরাং, ফুটবল এজেন্ট মিনো রাইওলার মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Fabrizio Romano on Twitter: https://twitter.com/FabrizioRomano/status/1519655641668890625?s=20&t=6YFqQ_F-W0mUzQTH6kC_VQ
- Mino Raiola on Twitter: https://twitter.com/MinoRaiola/status/1519657935193923584?s=20&t=DYte_JGLhp3gGNvKRAAcRQ