“জানতেন কি? 2009 সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর,তার বোন একটি হার্ড ড্রাইভ খুঁজে পেয়েছিলেন যার ভিতরে ছিল মাইকেল জ্যাকসনের 1,000 টিরও বেশি অপ্রকাশিত গান” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে,এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর তার হার্ড ড্রাইভ থেকে ১,০০০টি অপ্রকাশিত গান নয় বরং ১০০টি অপ্রকাশিত গান পাওয়া গিয়েছিল।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ব্রিটিশ দৈনিক The Guardian – এর ওয়েবসাইটে ২০০৯ সালের ৭ আগস্ট প্রকাশিত Michael Jackson’s last recordings seized by sister LaToya শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এই প্রতিবেদন থেকে জানা যায়, প্রায়ত শিল্পী মাইকেল জ্যাকসনের বোন লা টোয়াও জ্যাকসনের লস এঞ্জেলসের হম্বি-হিলস এর ভাড়া বাসা থেকে একটি হার্ড ড্রাইভ খুঁজে পান। হার্ড ড্রাইভটিতে Ne-Yo, Akon এবং Black Eyed Peas এর Will.I.Am এর মত শিল্পীদের সাথে সহ জ্যাকসনের অপ্রকাশিত বেশ কয়েকটি গান পাওয়া যায়। সব মিলিয়ে হার্ড ড্রাইভটি থেকে পাওয়া গানের সংখ্যা হবে ১০০টির বেশি।
এছাড়াও, Reuters-এর ওয়েবসাইটে ২০০৯ সালের ৬ আগস্ট New Michael Jackson songs on missing hard drives শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে মাইকেল জ্যাকসনের ম্যানেজার ফ্রাঙ্ক ডি-লিও এর বক্তব্য থেকে জানা যায়, হার্ড ড্রাইভেটিতে অপ্রকাশিত ১০০টির বেশি গান রয়েছে। যার মধ্যে অনেক গুলো জ্যাকসনের ক্যারিয়ারের সূবর্ন সময় ১৯৮০ সালের দিকে রেকর্ড করা হয়েছিল। অপ্রাকশিত গান গুলোর মধ্যে কিছু “Sensational” ট্রাক রয়েছে যেগুলো মাইকেল জ্যাকসনের সুপার হিট এলবাম “Triller” এবং “Bad” থেকে বাদ দেয়া হয়।

মূলত, পপ সঙ্গীতের রাজা নামে খ্যাত বিশ্ব নন্দিত পপ শিল্পী মাইকেল জ্যাকসন আকস্মিক মৃত্যু বরণ করেন ২০০৯ সালের ২৫ জুন। মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর তার লস এঞ্জেলসের ভাড়া বাসা থেকে বোন লা টোয়াও কম্পিউটারের একটি হার্ড-ডিস্ক থেকে ১০০টির অধিক অপ্রকাশিত গান খুঁজে পান। তবে এই ঘটনাকে কেন্দ্র করেই তার বাসা থেকে এক হাজার অপ্রকাশিত গান খুঁজে পাওয়ার দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পপসম্রাট মাইকেল জ্যাকসন এর জীবন বা জীবনযাত্রা যেমন ছিলো অভিনব, সমতাহীন এবং রহস্যে ঢাকা। তেমনি মৃত্যুর পরও সেই রহস্যময়তা কাটেনি মাইকেল জ্যাকসন নামটি থেকে । মৃত্যুর কারন নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। ধারণা করা হয় জ্যাকসনের ভা ড়া বাড়িতে পাওয়া প্রপোপল গোত্রের অত্যন্ত উচ্চ মাত্রার ঘুমের সেবনের কারনেই মৃত্যু বরণ করেন মাইকেল জ্যাকসন।
সুতরাং, মৃত্যুর পর মাইকেল জ্যাকসনের বাসা থেকে ১০০টি অপ্রকাশিত গান পাওয়ার তথ্যটিকে ১০০০টি গান পাওয়ার তথ্য হিসেবে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
The Guardian: Michael Jackson’s last recordings seized by sister LaToya
Reuters: New Michael Jackson songs on missing hard drives | Reuters