সম্প্রতি, ‘সোনার মদিনা আমার প্রাণের মদিনা’ খ্যাত হুজুর আল্লামা আবুল কাশেম নূরী ইন্তেকাল করেছেন দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আল্লামা আবুল কাশেম নূরীর মৃত্যুর দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, চট্টগ্রামের ফয়জুল বারী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের মৃত্যুবরণের খবর আল্লামা আবুল কাশেম নূরীর মৃত্যুর ভুয়া দাবিতে ছড়িয়ে পড়ে।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Muhammad Abul Qashem Noori’ নামক ফেসবুক পেজে প্রচারিত গত ৯ মার্চ একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটিতে আল্লামা আবুল কাশেম নূরীকে দেখা যায়। এছাড়া, ভিডিওটিতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, কিছু ফেসবুক আইডি থেকে বিভ্রান্তি ছড়িয়েছে হুজুর নাকি ইন্তেকাল করেছেন তাই আমি লাইভে আসতে বাধ্য হলাম। হুজুর সুস্থ আছেন। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।
উক্ত ফেসবুক পেজটি পর্যেবেক্ষণ করে গত ১০ মার্চ আল্লামা আবুল কাশেম নূরী তারাবীর নামাজ নিয়ে আলোচনা করছেন এমন একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটিতে তারাবীর নামাজ নিয়ে আলোচনার পূর্বে তিনি জানান, কয়েকদিন আগে আমি হসপিটালে ছিলাম এখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় একটু সুস্থ হয়েছি।
এই বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য মাওলানা আবুল কাশেম নূরীর আত্মীয় মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রজবী এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হুজুর অসুস্থ ছিলেন বর্তামানে ভালো আছেন এবং বাড়িতে আছেন। তবে, আল্লামা আবুল হাশেম নামে একজন হুজুর মারা গেছেন। বিভ্রান্তিকরভাবে হাশেম এর জায়গায় কাশেম মারা গেছেন বলা হচ্ছে।
উনার দেওয়া তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘শায়খুল হাদীস কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী’ নামক ফেসবুক প্রোফাইলে গত ৯ মার্চ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টে বলা হয়, ফায়যুল বারী মাদরাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা আবুল হাশেম শাহ সাহেব ইন্তিকাল করেছেন!ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক মরহুম কে জান্নাতুল ফিরদাউস নসীব করুন, আমিন।
এছাড়াও, ‘Faizul Bari Fazil Madrasah’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৯ মার্চ করা একটি পোস্ট পাওয়া যায়।

অর্থাৎ, মারা গেছেন মাওলানা আবুল হাশেম।
সুতরাং, আল্লামা আবুল কাশেম নূরীর মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা।