সম্প্রতি ‘হিন্দুদের মক্কায় ঢুকতে দেয়া হয় না যে কারণে‘ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি মক্কায় হিন্দুদের ঢুকতে না দেওয়ার কোনো ঘটনার নয় বরং এটি ২০২১ সালে একজন সৌদি নাগরিক নিজেকে ইমাম মাহদী দাবি করে মসজিদুল হারামের ইমামের মিম্বরে হামলা চেষ্টার ঘটনায় ধারণকৃত ভিডিও।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম Al Arabiya তে ২০২১ সালের ২২ মে ‘Saudi Arabia.. The attacker of the Haram platform claims to be the Mahdi‘ শীর্ষক শিরোনামে আরবি ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় ৪০ বছর বয়স্ক একজন ব্যক্তি নিজেকে ইমাম মাহদী দাবি করে মসজিদুল হারামের ইমামের মিম্বরে আক্রমণ করতে গিয়েছিল। এসময় সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে।
একই বিষয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক আরেকটি গণমাধ্যম Gulf News এ ২০২১ সালের ২৩ মে ‘Mecca Grand Mosque pulpit attacker claims to be awaited ‘Mahdi’‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম সূত্রে উল্লেখ করা হয়, মসজিদুল হারামের মিম্বরে আক্রমণ করতে উদ্যত ব্যক্তিটি একজন সৌদি নাগরিক, তিনি নিজেকে ইমাম মাহদী দাবি করেছিলেন।
এছাড়া সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম Arab News এ একই বছরের ২২ মে ‘‘Hero’ Saudi officer foiled Grand Mosque attack by ‘man claiming to be Messiah’‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি এসব প্রতিবেদন থেকে কোথাও মক্কার মসজিদুল হারামের মিম্বরে আক্রমণ করতে যাওয়া ব্যক্তিটি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। বরং প্রতিবেদনটি থেকে জানা যায়, তিনি সৌদি নাগরিক ছিলেন এবং নিজেকে ইমাম মাহদী দাবি করে মসজিদুল হারামের মিম্বরে আক্রমণে উদ্যত হয়েছিলেন।
মক্কায় কি অমুসলিমরা প্রবেশ করতে পারেন?
মক্কা এবং মদীনায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা কোন রাজনৈতিক বা মানব কর্তৃপক্ষ দ্বারা তৈরি করা হয়নি। মূলত, মক্কা ও মদিনা ইসলামের দুইটি পবিত্র স্থান ও উপাসনার স্থান হওয়ায় এই দুইটির পবিত্রতা রক্ষায় সেখানে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
ইমাম মাহদী কে?
ইসলাম ধর্মে বিশ্বাসীদের মতে, ইমাম মাহদি হলেন ইসলামের ভবিষ্যদ্বাণীকৃত মুক্তিদাতা, যিনি বিচার দিবস বা কিয়ামতের আগে সাত, নয় বা উনিশ বছর (বিভিন্ন ব্যাখ্যা অনুসারে) পৃথিবী শাসন করবেন এবং পৃথিবীকে মন্দ থেকে মুক্ত করবেন।
সমস্ত ইসলামী বিশেষজ্ঞগণ একমত যে, ইমাম মাহদী কিয়ামতের পূর্বে পৃথিবীতে আবির্ভূত হয়ে বিশ্বকে ন্যায়ে পূর্ণ করতে এবং পৃথিবীর সমস্ত অংশে ন্যায় প্রতিষ্ঠা করতে নিয়োজিত হবেন।
মূলত, ২০২১ সালের ২১ মে জুমার নামাজের সময় ৪০ বছর বয়সী একজন সৌদি নাগরিক নিজেকে ইমাম মাহদী দাবি মক্কার মসজিদুল হারামের মিম্বরে আক্রমণে উদ্যত হন। এই সময়ে সেখানে নিয়োজিত নিরাপত্তারক্ষীরা তাকে আটকও করে। সেই সময়ের ধারণকৃত একটি ভিডিওকে উল্লেখিত ব্যক্তিটিকে হিন্দু ধর্মাবলম্বী উল্লেখ করে সম্প্রতি হিন্দুদের মক্কায় ঢুকতে না দেওয়ার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে সম্প্রতি হিন্দুদের মক্কায় ঢুকতে না দেওয়ার ঘটনায় ধারণকৃত ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র